ফতুল্লায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৪ জানুয়ারী শনিবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার পূর্ব গোপালনগর প্রাইমারী স্কুল মাঠে আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য তারেক রহমানের ৩১ দফা দাবি বাস্তবায়ন ও জাকির খানের মুক্তির দাবিতে আলোচনা সভাটি অনুষ্টিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন- নারায়ণগঞ্জ সদর থানার জাতীয়তাবাদী দল জাসাসের সভাপতি জিকো খান ও বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এসএম গালিব, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি পারভেজ মল্লিক, সদর থানা ছাত্রদলের সাবেক সভাপতি লিংরাজ খান।

অনুষ্ঠানে মৎসজীবিদল, কৃষকদল, ছাত্রদল, যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।