সান নারায়ণগঞ্জ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করা হয়।
৫ জানুয়ারী রবিবার বিকেলে বৈদ্যেরবাজার ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এই কর্মসূচি পালিত হয়। উঠান বৈঠকে আলোচনায় ৩১ দফা জনগণের মাঝে তুলে ধরা হয় এবং পরে সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
বৈদ্যেরবাজার ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী শফিকুর ইসলাম স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাইজুল ইসলাম সরকার।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ মেম্বার, সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম, সহ-সভাপতি দাইয়ান, গাজী আওলাদ, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবদল নেতা আমিনুল, মাহফুজ, রতন, খায়রুল, কালাম হোসেন জয়, সোহাগ, মাসুম, আবু তাহের, সজল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।