ফতুল্লা থানা কৃষকদলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সান নারায়ণগঞ্জ

রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য তারেক রহমানের ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সাবেক এমপি গিয়াস উদ্দিনের নির্দেশে ফতুল্লা থানা কৃষকদলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

৫ জানুয়ারী রবিবার বিকেলে ফতুল্লার পূর্ব গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়।

ফতুল্লা থানা কৃষকদলের আহবায়ক আমির হোসেন বেপারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা কৃষকদলের সদস্য সচিব সুমন আহমেদ, ফতুল্লা থানা মৎসজীবি দলের সভাপতি সলিমুল্লাহ হ্রদয়, ফতুল্লা থানা কৃষকদলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, সিদ্দিক প্রধান, কুতুবপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি নাসির প্রধান, ফতুল্লা ইউনিয়ন কৃষকদলের সভাপতি আহাদুর রহমান অয়েন, বক্তাবলী ইউনিয়ন কৃষকদলের সভাপতি রহমত উল্লাহ, কাশিপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি জুম্মন হোসেন, এনায়েতনগর ইউনিয়ন কৃষকদলের সিনিয়র সহসভাপতি সানী, বক্তাবলী ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন, শ্রমিক নেতা মোহাম্মদ আলী সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।

কৃষক দলের আহবায়ক আমির হোসেন বলেন, দলের নাম ভেঙে কেউ যদি সন্ত্রাসী চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। তারেক রহমানের নির্দেশ কেউ যদি সন্ত্রাসী ও চাঁদাবাজি কর থাকে তাকে আইনের হাতে তুলে দেয়ার জন্য বলা হয়েছে। সন্ত্রাস, চাঁদাবাজদের বিএনপিতে ঠাই হবে না।

তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াস উদ্দিন সাহেবের নিদর্দেশক্রমে আমরা ফতুল্লা থানা কৃষকদল শীতবস্ত্র বিতরণের আয়োজন করেছি।