রূপগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগের জেরে অভিযুক্তের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৪ জানুয়ারী শনিবার রাত ৮টার দিকে উপজেলার ভূলতা ইউনিয়নের পাড়াগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁড়াগাও এলাকার ব্যবসায়ী রাসেল মিয়ার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন একই এলাকার লিয়াকত আলীর ছেলে শাহিন মিয়া এবং তার সহযোগীরা। পরে চাঁদা দাবির বিষয়টি লাভরাপাড়া এলাকার ফালান মিয়ার ছেলে ভুলতা ইউনিয়ন যুবদলের যুগ্ম-সম্পাদক আবু হানিফ জানতে পেরে শাহিন মিয়াকে জিজ্ঞাসা করতে গেলে যুবদল নেতা আবু হানিফকে এলোপাথালিভাবে কুপিয়ে যখম করে। পরে এরই জের ধরে আবু হানিফ মিয়ার আত্মীয়-স্বজন ক্ষিপ্ত হয়ে শাহিন মিয়ার বাড়িতে আগুন দিয়েছে বলে জানা গিয়েছে।
এদিকে শাহিন মিয়ার বাড়িতে আগুন দিলে দুইটি ঘরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসের খবর দিলে কাঁচপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী টহল টিম উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।