সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়ন কৃষকদলের কমিটি ঘোষণা করা হয়েছে। ৬ জানুয়ারী সোমবার রাতে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক ফজলুল হক মেম্বার ও সদস্য সচিব বাবুল হোসেন বিজয়।
মোকবুল আহমেদকে সভাপতি, আবু সাঈদ মিয়াকে সিনিয়র সহ-সভাপতি, মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক, শাহজালাল মিয়াকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আফজাল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়।
এ ছাড়াও কমিটিতে সহ-সভাপতি পদে আছেন আব্দুস সাত্তার, সেলিম, সোহেল, রাসেল, মনির, আবুল হোসেন, সালাহউদ্দীন, ফরিদ , আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইব্রাহীম, কাউসার মিয়া, মোশারফ হোসেন, মোহাম্মদ আলম, মোহাম্মদ ইসলামকে নির্বাচিত করা হয়।