সোনারগাঁও পিরোজপুর ইউনিয়ন কৃষক দলের ৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন কৃষকদলের কমিটি ঘোষণা করা হয়েছে। ৬ জানুয়ারী সোমবার রাতে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক ফজলুল হক মেম্বার ও সদস্য সচিব বাবুল হোসেন বিজয়।

কমিটিতে দেলোয়ার বেপারীকে সভাপতি, হাবিবুর রহমান হাবিবকে সিনিয়র সহ-সভাপতি, জোনাব সিকদার শাকিলকে সাধারণ সম্পাদক, আমির হোসেনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আনোয়ার হেসেনকে সাংগঠনিক সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়।

এ ছাড়াও কমিটিতে সহ-সভাপতি পদে আছেন শাহজালাল মিয়া, সাঈদ হাসান ছুল্লু, জহিরুল ইসলাম, বিল্লাল হোসেন, জাহাঙ্গীর আলম, জাকির হোসেন, নুরউদ্দীন মিয়া, সামসুজ্জামান সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নিজামউদ্দীন প্রধান, সাইফুল ইসলাম, সুমন মাহামুদ, রাশেদ মিয়াকে নির্বাচিত করা হয়।