ডেস্ক রিপোর্ট
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় স্ত্রী সন্তান থাকা সত্বেও প্রবাস ফেরত যুবকের স্ত্রী অন্তরাকে (২০) নিয়ে পালিয়ে গেছে পল্লী মঙ্গল নামক এনজিও কর্মকর্তা মোফাজ্জল হোসেন। স্ত্রীকে ফেরত পেতে বিভিন্ন জায়গায় হন্য হয়ে খুজে বেড়াচ্ছে প্রবাসী ফেরত বাবুল মিয়া। ৬ জানুয়ারী সোমবার প্রবাসী ফেরত বাবুল মিয়া বাদী হয়ে মোফাজ্জলের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানাশ লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বক্তাবলীর ছোট মধ্যনগর এলাকার বাবুল মিয়া সৌদি আরব থাকা অবস্থায় তার স্ত্রী অন্তরা পল্লী মঙ্গল এনজিও বক্তাবলী শাখা থেকে এক লাখ টাকা লোন নেয়। সেই সুবাদে এনজিও অফিসের শাখার ম্যানেজার মোফাজ্জলের পরিচয় হয়। সেই পরিচয়ে তাদের মধ্যে মোবাইলে এবং সামনে সামনি কথাবার্তা হয়। অন্তরার স্বামী বিদেশ থাকার সুযোগে তার প্রেমের সম্পর্ক গড়ে তোলে মোফাজ্জল। স্ত্রীর বিরুদ্ধে এমন অভিযোগের খবর পেয়ে গত তিন মাসে আগে দেশে ফিরে আসে বাবুল। পরে স্ত্রীর বিষয় সকল খোজ খবর নিয়ে মোফাজ্জলকে চাপ সৃষ্টি করার পর সে ওয়াদাবদ্ধ হয় আর কোনদিন অন্তরার সাথে সম্পর্ক সহ কোন ধরনের যোগাযোগ রাখবে না। কিন্তু গত ২ জানুয়ারী বৃহস্পতিবার স্বামীর অনুপস্থিতিতে মোফাজ্জল কৌশলে অন্তরাকে নিয়ে পালিয়ে যায়। পরে বাবুল বাসায় এসে দেখে তার স্ত্রী ঘরে নাই এবং ঘরে থাকা ৪০/৪৫ হাজার টাকা এবং স্বর্ণালংকার নাই। পরে বাবু্ল স্ত্রীকে খুজতে তার শশুর বাড়িতে গিয়ে দেখে সেখানে নাই। পরে এনজিও অফিস পঞ্চবটি শাখায় এসে মোফাজ্জলের খবর নিতে আসলে সেখানে তাকে পাওয়া যায়নি।
এদিকে খোজ খবর নিয়ে জানা গেছে, অনৈতিক কর্মকান্ডের অভিযোগে পল্লী মঙ্গল নামক এনজিও থেকে মোফাজ্জল হোসেনকে চাকুরীচ্যুত করা হয়েছে। এটা নিশ্চিত করেছে পল্লী মঙ্গল এনজিও’র হেড অফিসের ডেপুটি ম্যানেজার খোরশেদ আলম।
অভিযোগের তদন্তকারী অফিসার ফতুল্লা মডেল থানার এএসআই জয়নাল ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে বলেন, অভিযোগ পাওয়ার পর পর মোফাজ্জলের খোজে তার কর্মস্থল এবং তার বাসা পঞ্চবটির শান্তিনগরে গিয়ে তাকে পাওয়া যায়নি। ঘটনার তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।