সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজ্জাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উপজেলা গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ।
বুধবার ৮ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আমিনুল ইসলাম দুর্জয় ও সদস্য সচিব মোঃ কামরুল মিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজ্জাত হোসেনের কার্যালয়ে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে তারা বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজ্জাত হোসেন গণঅধিকার পরিষদের সকল ভাল কাজে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক আলমগীর সিকদার ও জেলা যুব অধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক সুজন, উপজেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোঃ জসিম, উপজেলা যুব অধিকার পরিষদের আহবায়ক আবির হোসেন রাসেল, সদস্য সচিব রায়হান সুমন, উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মোঃ জুনায়েদ হোসেন রিমন, সদস্য সচিব মোঃ মুরাদ। এছাড়াও গণধিকার পরিষদ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।