সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ ৫৩ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা চেষ্টা মামলা হয়েছে। একই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আছে ২০০-৩০০ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
মো. আবুল হোসেন তালুকদার (৪৬) নামের এক ব্যক্তি মামলার জন্য নারায়ণগঞ্জ আদালতে আবেদন করেন। আদালতের নির্দেশনা অনুযায়ী
৮ জানুয়ারী বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রুজু করা হয় বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।
উক্ত মামলার এজাহারে আসামি করা হয়েছে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান, শামীম ওসমানপুত্র অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, মহানগর আ. লীগের যুগ্ম-সম্পাদক শাহ নিজাম, সিদ্ধিরগঞ্জ থানা আ. লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া প্রমূখককে।
এজাহার থেকে জানা গেছে, ৪ আগস্ট রাত ৮ টার সময়ে চিটাগাংরোডস্থ ডাচ্ বাংলা ব্যাংকের সামনে ছাত্র-জনতা একত্রিত হয়ে আন্দোলন করছিল। তখন ওই আন্দোলনস্থলে বাদী আবুল হোসেন তালুকদারের ছেলেও উপস্থিতি ছিলেন।
আন্দোলন দমাতে সেসময় উক্ত মামলার আসামিরা ঘটনাস্থলে পৌঁছে এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে বাদী ছেলের পিঠের বামপাশ ও শরীরে বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়। এরপর থেকে ভুক্তভোগী চিকিৎসাধীন অবস্থায় ছিল।