ডেস্ক রিপোর্ট:
’হোসিয়ারী শিল্পের নতুন দিনের পরিবর্তনের সূচনা চাই’ এ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের (২০২৫-২০২৭) নিবার্চনে স্বতন্ত্র হোসিয়ারী মালিক ঐক্য ফোরাম মনোনীত প্যানেল এর সাধারণ গ্রুপের পরিচালক ও এসোসিয়েট গ্রুপের পরিচালক পদপ্রার্থীরা নয়ামাটি এলাকায় ভোটারদের কাছে লিফলেট বিতরণ করে দোয়া ও ভোট চাইলেন তাদের নির্বাচনী প্রচারনায়।
৯ জানুয়ারী বৃহস্পতিবার সকালে উপরোক্ত প্যানেলের প্রার্থীরা নিজেদের পরিচিতি তুলে ধরে হোসিয়ারী মালিক দের কাছে ভোট দেওয়ার আহ্বান জানান।
এসোসিয়েট গ্রুপের পরিচালক পদপ্রার্থী ও রিয়া হোসিয়ারীর স্বত্বাধিকারী হাজ্বী মোঃ মোক্তার হোসেন প্রচারনা শেষে গণমাধ্যমকে বলেন, আমি দীর্ঘদিন যাবত হোসিয়ারী শিল্পের সাথে যুক্ত থেকে ব্যবসা পরিচালনা করছি। এবারই প্রথম এ নির্বাচনে দাঁড়িয়েছি স্বতন্ত্র হোসিয়ারী মালিক ঐক্য ফোরামের প্যানেলে।
মোক্তার হোসেন আরও বলেন, আমাদের উদ্দেশ্য হলো ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তাদেরকে সহোযগিতা করা। প্রচারনা চালাতে গিয়ে হোসিয়ারী মালিকদের ভালো সাড়া পেয়েছি। আমি আশাবাদী নির্বাচনে মালিকরা একটা পরিবর্তনের জন্য তাদের পছন্দের প্যানেলকে নির্বাচিত করবে।
এ সময় সঙ্গে ছিলেন- সাধারণ গ্রুপের পরিচালক প্রার্থী দিদার খন্দকার, নাজমুল হক, এসোসিয়েট গ্রুপের পরিচালক প্রার্থী মাসুদ রানা সহ অন্যান্যরা।