ডেস্ক রিপোর্ট
‘হোসিয়ারি শিল্পের নতুন দিনের পরিবর্তনের সূচনা চাই’ এ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের (২০২৫-২০২৭) নিবার্চনে স্বতন্ত্র হোসিয়ারী মালিক ঐক্য ফোরাম মনোনীত প্যানেল এর সাধারণ গ্রুপের পরিচালক ও এসোসিয়েট গ্রুপের পরিচালক পদপ্রার্থীরা নারায়ণগঞ্জের নয়ামাটি এলাকায় ভোটারদের কাছে লিফলেট বিতরণ করে দোয়া ও ভোট চাইলেন তাদের নির্বাচনি প্রচারনায়।
৮ জানুয়ারী বৃহস্পতিবার (৯ই জানুয়ারি) সকালে উপরোক্ত প্যানেলের প্রার্থীরা নিজেদের পরিচিতি তুলে ধরে হোসিয়ারী মালিক দের কাছে ভোট দেওয়ার আহ্বান জানান তারা।
এসময় নির্বাচনি প্রচারনায় অংশগ্রহণ করেন সাধারণ গ্রুপের পরিচালক পদপ্রার্থী শাহ ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মোঃ আওলাদ হোসেন, দিদার খন্দকার, বাবুল চন্দ্র দাস, মোঃ লুৎফর রহমান ফকির ও এসোসিয়েট গ্রুপের পরিচালক পদপ্রার্থী মোঃ মাসুদ রানা, নারায়ণ চন্দ্র্র মজুমদার, মোঃ মোক্তার হোসেন, মোঃ মাসুম মোল্লা, মোঃ ফারুক হোসেন, ইবনে মোঃ আলো কাওসার। এ সময় হোসিয়ারী শ্লিপের মালিকরা তাদের লিফলেট সাদরে গ্রহণ করে প্রার্থীদের সাথে কুশলবিনিয়ম করেন।