ব্যাপক প্রতিশ্রুতি দিলো স্বতন্ত্র হোসিয়ারী মালিক ঐক্য ফোরাম মনোনিত প্যানেল

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচন ২০২৫-২০২৭ অর্থবছরের নির্বাচনে ‘হোসিয়ারী শিল্পের নতুন দিনের পরিবর্তনের সূচনা চাই’ এই শ্লোগানে অংশগ্রহণকারী স্বতন্ত্র হোসিয়ারী মালিক ঐক্য ফোরাম মনোনিত প্যানেলের সাধারণ গ্রুপ ও এসোসিয়েট গ্রুপের পরিচালক পদপ্রার্থীরা নির্বাচনী প্রচারণা, ভোট প্রার্থনা ও মতবিনিময় সভা করেছেন।

১৪ জানুয়ারী মঙ্গলবার বিকেল ৪টার দিকে নারায়ণগঞ্জ মহানগরীর নয়ামাটি আকরাম প্লাজায় মতবিনিময় সভা করেছেন স্বতন্ত্র হোসিয়ারী মালিক ঐক্য ফোরাম মনোনিত প্যানেলের সাধারণ গ্রুপ ও এসোসিয়েট গ্রুপের পরিচালক পদপ্রার্থীরা। এতে সভাপতিত্ব সিনিয়র ব্যবসায়ী ফজলুর রহমান এবং অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ।

এ সময় বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচন-২০২৫-২৭ এ স্বতন্ত্র হোসিয়ারী মালিক ঐক্য ফোরাম মনোনিত প্যানেলের সাধারণ গ্রুপের পরিচালক পদপ্রার্থী শাহ ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মোহাম্মদ আওলাদ হোসেন, বাবুল চন্দ্র দাস, লুৎফর রহমান ফকির, সুশান্ত পাল চৌধুরী, আবুল বাশার বাসেত, দিদার খন্দকার, নাজমুল হক এবং এসোসিয়েট গ্রুপের পরিচালক পদপ্রার্থী মাসুদ রানা, নারায়ণ চন্দ্র মজুমদার, মোক্তার হোসেন, মাসুম মোল্লা, ফারুক হোসেন ও ইবনে মোহাম্মদ আল কাওসার বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় সাধারণ গ্রুপের পরিচালক প্রার্থী মোঃ দিদার খন্দকার বলেন, অতীতে ফ্যাসিবাদের দোসরেরা ১০ বছর সিলেকশনের মাধ্যমে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনকে কুক্ষিগত করে রেখেছিল। তারা বিনা ভোটে অন্যায় অত্যাচারের মাধ্যমে হোসিয়ারী এসোসিয়েশন চালিয়েছে। তারা ব্যবসায়ীদের মাঝে সৃষ্ট সমস্যা নিরসণে বিচার সালিশের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। ব্যবসায়ীদের ‍উপর জোর জুলুম নির্যাতন চালিয়েছিল। আমরা নির্বাচিত হলে এ ধরণের কার্যকলাপ করবো না।

তিনি আরও বলেন, আমরা নির্বাচিত হলে সকল ব্যবসায়ীদের স্বাধীনভাবে ব্যবসা পরিচালনা করতে পারবে না। আমরা ব্যবসায়ীদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করেছি। এবারো একটি পক্ষ চেয়েছিল বিনা ভোটে হোসিয়ারী এসোসিয়েশনকে কুক্ষিগত করতে। আমরা ভোটের পরিবেশ সৃষ্টি করেছি। আমরা নির্বাচিত হই বা না হই আমরা সব সময় ব্যবসায়ীদের পাশে থাকবো।

মতবিনিময় সভায় ভোটারদের উদ্দেশ্যে সাধারণ গ্রুপের পরিচালক পদপ্রার্থী শাহ ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, আমরা নির্বাচিত হলে নয়ামাটি এলাকায় কমিউনিটি পুলিশিংয়ের ব্যবস্থা করবো, থানা পুলিশের টহল নিশ্চিত করবো, পুরো এলাকা সিসি ক্যামেরার আওতাভুক্ত করবো, নয়ামাটি এলাকায় দুটি ও উকিলপাড়া এলাকায় ১টি গভীর নূলকুপ স্থাপন করবো। সর্বপরি আমাদের পুরো প্যানেলকে ভোট দিয়ে বিজয়ী করলে সকল ব্যবসায়ীদের নিয়ে কক্সবাজার আনন্দভ্রমনে যাবো।

এখানে উল্লেখ্যযে, গত ১৪ নভেম্বর হোসিয়ারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় ২০২৫-২০২৭ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আগামী বছরের ৩ ফেব্রুয়ারি হোসিয়ারি সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।