আইভীকে অচিরেই গ্রেপ্তার করতে হবে: আজাদ

সান নারায়ণগঞ্জ

বিএনপির ঢাকা বিভাগী কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেন, আইভীতো (ডা. সেলিনা হায়াৎ আইভী) এই শহরেই অবস্থান করছে, তাহলে তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না। তার বিরুদ্ধে তো মামলা হয়েছে, অচিরেই তাকে গ্রেপ্তার করতে হবে।

১৬ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বিগত আন্দোলনে যারা আওয়ামী লীগকে অর্থ দিয়ে সহযোগিতা করেছে সে অর্থ দিয়ে যারা মানুষকে গণহত্যা করেছে দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে। যেভাবে তদন্ত চলছে এভাবে তদন্ত করলে চলবে না। এসব মামলার আওয়ামী লীগের যারা আসামি তারা বুক ফুলিয়ে কিন্তু শহরে চলাচল করছে। মামলার আসামি কিন্তু আইভীও। তিনি তো আওয়ামী লীগের হয়ে কাজ করেছে।

বিদায়ী ডিসি প্রসঙ্গে তিনি বলেন, বিদায় ডিসি মাহমুদুল ইসলাম আওয়ামী লীগের একটি পার্ট ছিল। ওনাকে তো আওয়ামী লীগের আমলে নিয়োগ দেওয়া হয়েছিল। ৫ আগস্টের পর তার সময় কিন্তু এই সকল মামলাগুলো হয়েছে কিন্তু তিনি একটি ও কিন্তু কোন কার্যকরী ব্যবস্থা নেননি। বরঞ্চ উনি এই বিষয়গুলো বিভিন্ন জায়গায় সাপ্লাই করেছেন। শুধু তাই নয় তিনি আমাদের বিএনপির অনেক নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় উল্টাপাল্টা অভিযুক্ত চেষ্টা করেছে।

তিনি আরও বলেন, আসলে কোন কিছুই কিন্তু চাপা থাকে না সবকিছু কোন না কোন ভাবে কিন্তু বের হয়ে আসে। সামনে সামনে তার ব্যবহার ছিল কিন্তু খুবই সুন্দর কিন্তু ভিতরে ভিতরে তিনি আওয়ামী লীগের পারপাস সাফ করেছেন। ১৭ বছর দেশে বারোটা বাজিয়ে দিয়েছিল উনি কিন্তু ছিলেন তাদেরই পারপার সাফ করেছিল।

তিনি আরও বলেন, মাদক মক্ত বাংলাদেশ আমরা কিন্তু সবাই চাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি নৈরাজ্যের বিপক্ষে ও মাদকমুক্ত বাংলাদেশের পক্ষে। আমি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি’র পক্ষ থেকে বলতে চাই আমরা মাদকমুক্ত একটি সুন্দর নারায়ণগঞ্জ চাই। সেজন্য আমরা আপনার পরিপূর্ণ সহযোগিতা চাই। যানজট এটা কিন্তু বড় কোন বিষয় নাই আপনাদের যদি সবাই চান তাহলে এটা নিমিষেই শেষ হয়ে যাবে। ডিসি ও এসপি সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলেন শহরে যানজটের সমস্যা থাকবে না।