আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি অর্ধকোটি টাকার মালামাল লুট

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে এ সময় ডাকাত দল অর্ধকোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

বুধবার দিবা গত রাত আনুমানিক দুইটার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ব্রাহ্মন্দী খেজুরতলা গ্রামের ব্যবসায়ী মাসুদ আলমের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটেছে। মাসুদ আলমের বাউন্ডারি করা বাড়ির গেটের তালা ভেঙ্গে মুখোশ পরিহিত ১০-১৫ জনের একটি সশস্ত্র টাকা দল বাড়ির ভিতরে ঢুকে বাড়িতে থাকা সিসি ক্যামেরাগুলো ভেঙ্গে ফেলেন। পরে টিন সেট বিল্ডিং এর প্রধান ফটকের কেচি গেটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে মাসুদ আলমের ড্রাইভার বিল্লালকে দেশীয় এবং আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে হাত পা বেঁধে তার কাছ থেকে নগদ ১১ হাজার টাকা এবং একটি এন্ড্রয়েড মোবাইল সেট নিয়ে যায়।

এরপরে ডাকাত দল ব্যবসায়ী মাসুদ আলমের রুমে প্রবেশ করে তার বুকে পিস্তল ঠেকিয়ে হাত পা বেঁধে নগদ ৩ লাখ টাকা এবং তার হাতে থাকা ৩৫ লক্ষ টাকা মূল্যের একটি রুলেক্স ঘড়ি সহ প্রায় ১০ কোটি টাকা মূল্যের সম্পদের দলিল এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। মাসুদ আলম এর ব্যবহৃত একটি আইফোন ও একটি স্যামসাং মোবাইল ডাকাতরা রুম থেকে নিয়ে গিয়ে বাইরে ফেলে রেখে চলে যায়। পরে এলাকাবাসী কুড়িয়ে পায়। ঘটনার পর রাতে ড্রাইভার বিল্লাল হোসেন পার্শ্ববর্তী মানিক মিয়ার বাড়িতে গিয়ে ডাকাতির ঘটনা জানালে সে সাথে সাথে ৯৯৯ এ নাম্বারে ফোন দিলে থানার এসআই রুহুল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে ঘটনাশল পরিদর্শন করেন।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনা জানার সাথে সাথে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, ডাকাতির মালামাল উদ্ধার এবং ডাকাতদের সনাক্ত করে গ্রেফতারের জন্য মাঠে কাজ করছে পুলিশ।