ফতুল্লা-সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসা ও কিশোর গ্যাং সৃষ্টি করেছে শামীম ওসমান: রিয়াদ চৌধুরী

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেছেন, “বিগত স্বৈরাচারী সরকার রাষ্ট্রীয়ভাবে মাদককে পৃষ্ঠপোষকতা করেছে এবং সন্ত্রাসী শামীম ওসমান নারায়ণগঞ্জকে সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচয় করিয়েছে।

১৭ জানুয়ারী শুক্রবার বিকালে ফতুল্লা রেল স্টেশন দাপা আদর্শ স্কুল সংলগ্ন মাঠে ‘৩১ দফা রাষ্ট্রকাঠামো বাস্তবায়নে’ ফতুল্লা থানা তাঁতীদলের সভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, “ফতুল্লার সবচেয়ে ভদ্র ও গ্রহণযোগ্য এলাকা এটি, কিন্তু কিছু অশান্তিপূর্ণ পরিবারের ব্যক্তিরা এই এলাকার স্বাভাবিক জীবন-যাপনকে ধ্বংস করেছে। এর মূল কারণ মাদক এবং কিশোর গ্যাং। মাদক শুধু এই এলাকার জন্য নয়, বরং এটি একটি রাষ্ট্রীয় সমস্যা। বিগত সরকার মাদককে পৃষ্ঠপোষকতা করেছে। শামীম ওসমান এমপি থাকাকালীন সময়ে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসা এবং কিশোর গ্যাংয়ের সংখ্যা বেড়ে গিয়েছিল।”

ফতুল্লার দাপা এলাকার কথা উল্লেখ করে তিনি বলেন, “এখানে প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে। আগে এটা স্কুলের সামনে হতো, এখন একটু দূরে প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে। ৫ আগস্টের পরে প্রশাসনে অবকাঠামো পুনরুদ্ধার হয়নি, ফলে মাদক ব্যবসার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সম্ভব হচ্ছে না। তাই আমি স্থানীয় নেতৃবৃন্দ, মুরুব্বিদের এবং প্রশাসনকে মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।”

রিয়াদ চৌধুরী বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্রকাঠামো কার্যক্রম শুরু করেছেন, যার মূল লক্ষ্য সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নয়ন করা। জনগণ যেন স্বাভাবিকভাবে সমাজে চলতে পারে, সেই লক্ষ্যে কাজ করা হবে। আগামী নির্বাচনে যাতে জনহণের কাছে ভোট চাইতে না হয়, তাই আমাদের কার্যক্রম জনগণের কাছে গ্রহণযোগ্য হওয়া উচিত।”

এ সময় ফতুল্লা থানা তাঁতীদলের সভাপতি হাজী ইউনুস মাষ্টারের সভাপতিত্বে ও ফতুল্লা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদ মাসুমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আব্দুল খালেক টিপু, ফতুল্লা থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, থানা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মো. মুসলিম আহমেদ, জেলা ছাত্রদলের সহ সভাপতি মো. সাগর সিদ্দিকি, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মো. জুয়েল আরমান, ফতুল্লা থানা শ্রমিকদলের আহ্বায়ক শাহ আলম পাটোয়ারী প্রমুখ।

এসময় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।