শীতবস্ত্র বিতরণে ‘দুস্থ’ শব্দটি ব্যবহার না করতে রাজীবের অনুরোধ

সান নারায়ণগঞ্জ

গরীব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কিংবা ত্রাণ সামগ্রী বিতরণ অথবা গরীব মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসার বিষয়ে তাদেরকে দুস্থ আখ্যায়িত করাটা সমুচিন মনে করছেন না জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব।

জানাগেছে, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের উদ্যোগে ফতুল্লা থানাধীন কাশীপুরে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

ফতুল্লা থানার কাশীপুর ইউনিয়নের ঢালীবাড়ী এলাকায় ১৭ জানুয়ারী শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব।

প্রধান অতিথির বক্তব্যে মাসুকুল ইসলাম রাজীব বলেন, “বিএনপি মানুষের প্রয়োজনে কাজ করে। আমরা কোনো মানুষকে দুস্থ মনে করি না। আমরা মনে করি, বাংলাদেশের মানুষ সবাই সমান। অতএব, এখানে মানুষ হিসেবে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ভবিষ্যতে কখনো এ ধরনের অনুষ্ঠান আয়োজন করলে ‘দুস্থ’ শব্দটি ব্যবহার করবেন না, কারণ আল্লাহ-তায়ালাও এটি পছন্দ করেন না, আমরাও পছন্দ করি না।”

তিনি আরও বলেন, “আমরা জানি কাশীপুরের মাটি বিএনপির ঘাটি। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে কাশীপুরে উন্নয়ন কর্মকাণ্ড চালানো হবে।”

এ সময়, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে প্রায় শতাধিক শীতার্ত নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আহ্বায়ক মো. আরিফুল ইসলাম টিটু ঢালী’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা মুজিবুর রহমান।

এছাড়াও ফতুল্লা থানা বিএনপির সাবেক সমাজ কল্যাণ সম্পাদক মো. আরাফাত আলম জিতু, কাশীপুর ইউনিয়ন বিএনপি নেতা মো. আমিরুল ইসলাম, জাতীয়তাবাদী প্রজন্ম দলের কাশীপুর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল হোসেন, কাশীপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক মেম্বার মো. দেলোয়ার হোসেন, কাশীপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, কাশীপুর ইউনিয়ন যুবদল নেতা মো. আতাউর রহমান শামীম, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শওকত আলী, ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আসলাম, কাশীপুর ইউনিয়ন মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতা মো. আলমগীর হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।