সংস্কৃতি মন্ত্রনালয়ের উপদেষ্টাকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মান্নান

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

১৮ জানুয়ারী শনিবার সোনারগাঁও উপজেলায় অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের মাসব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী। ওই সময় আজহারুল ইসলাম মান্নান তার হাতে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান।

এ সময় তার সঙ্গে ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার সহ নেতাকর্মীরা।