সোনারগাঁও জাদুঘরে মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উদ্ভট পরিস্থিতি সামাল দিলেন মান্নান

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) এ মাসব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানের মাঝখানে বিশৃঙ্খলার সৃষ্টি হলে পরিস্থিতি সামাল দিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। একই সময়ে পরিস্থিতি সামাল দিতে সহযোগীতা করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান।

১৮ জানুয়ারী শনিবার বিকেলে সোনারগাঁ জাদুঘরে মাঝব্যাপী লোকজ উৎসব ও কারুশিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী।

ওই অনুষ্ঠানে উপজেলার বিশিষ্টজনদের নাম ঘোষণা করা হয়নি। একই সঙ্গে উপজেলা বিএনপি ও বাংলাদেশ জামায়েত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হয়নি। এ নিয়ে সাধারণ নেতাকর্মী ও উপস্থিত জনতার মাঝে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আগত নেতাকর্মী ও সাধারণ মানুষ অনুষ্ঠানস্থল ত্যাগ করতে উদ্যত্ত হোন।

দর্শক সারিতে বসা প্রায় সকলেই অনুষ্ঠান ত্যাগ করতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় আজহারুল ইসলাম মান্নানের হস্তক্ষেপে আগত নেতাকর্মী ও সাধারণ জনতা দর্শক সারিতে আবারো বসেন। ওই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাও সকলকে বসার আহ্বান জানান। পরে বিভিন্ন দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ অনুষ্ঠানের দর্শক সারিতে বসেন এবং সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ আজহারুল ইসলাম মান্নানকে ধন্যবাদ জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, ঢাকা রিজিওনের টুরিস্ট পুলিশ সুপার মো. নাইমুল হক, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান।