সান নারায়ণগঞ্জ
শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৭তম আবির্ভাব-বর্ষ-স্মরণ ও সৎসঙ্গ নিবন্ধন শতবার্ষিকী মহোৎসব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ জানুয়ারী শনিবার বিকেলে নগরীর পালপাড়া শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ মন্দিরে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
এসময় পুলিশ সুপার বলেন, আপনার মনের ভেতর যা আছে তাই ধর্ম। সকলের মনের ভেতর স্রস্টার প্রদত্ত দয়া, ভালোবাসা ও শ্রদ্ধাই হল পরম ধর্ম। কোন ধর্মই কারো একার কথা বলেনি, সমস্ত ধর্মে পৃথিবীর সকল মানুষের শান্তি ও মঙ্গলের কথা বলা হয়েছে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ও রামচন্দ্র’র আবির্ভাব হওয়া এ পৃথিবীতে শান্তির বার্তা ও মানুষের মঙ্গলের জন্য হয়েছে। আমি সকল ধর্মের সকল ধর্ম জাতকদের শ্রদ্ধা করি। কারন, তারা মানুষকে সৎ পথে চলতে উৎসাহিত করেন। আমি প্রশাসনের লোক, আইন শৃঙ্খলা রক্ষা করা আমার কাজ। আপনাদের সকল সুবিধা অসুবিধা আমাকে জানাবেন। আমি অবশ্যই ব্যবস্থা নেবো।
শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৭তম আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসবে পাবনা কেন্দ্রীয় আশ্রমের নেতা শ্রী হরিপদ মজুমদার এর সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সৎসঙ্গ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তন সাধারণ সম্পাদক ও পিএইচডি গবেষক শ্রী মাদল দেব বর্মন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির আহম্মেদ, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৭তম আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসব উদযাপন কমিটির আহ্বায়ক শ্রী প্রদীপ দে (অধ্বর্য্যু), মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশীল দাস, যুগ্ন সাধারণ সম্পাদক শংকর রায়, সাংগঠনিক সম্পাদক কৃঞ্চ আচার্য, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ নারায়ণগঞ্জ জেলার সভাপতি শ্রী শ্যামল কর, সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ সাহা (অধ্বর্য্যু), ১৩৭তম আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসব উদযাপন কমিটির সদস্য সচিব শ্রী হরিপদ পাল ও সদস্য সচিব শ্রী নিতাই রায় সহ কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ।