সিদ্ধিরগঞ্জে ভেজাল ওষুধ কারখানায় র‌্যাবের অভিযানে ৪ জন গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের একটি ভেজাল ওষুধ কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)। ওই সময় অভিযানে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে বিপুল পরিমান ভেজাল ও নকল ওষুধ জব্দ করা হয়। ১৬ মে বৃহস্পতিবার রাতে র‌্যাবের কোম্পানী কমান্ডার উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাবিক এ তথ্য জানান।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল ১৬ মে দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মৌচাক মিজমিজি এলাকায় অবস্থিত বিসমিসল্লাহ ল্যাবরেটারীজ (ইউনানী) নামক ওষুধ তৈরীর কারখানায় বিশেষ অভিযান পরিচালনা করে অননুমোদিত ও ভেজাল ওষুধ জিনসিন তৈরীর অপরাধে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- রাসেল মোল্লা, কামাল উদ্দীন, মিলন হাওলাদার ও মোবারক হোসেন সবুজ। এ সময় কারখানা হতে প্রায় ৩ হাজার বোতল ভেজাল জিনসিন সিরাপ ও অননুমোদিত কেমিক্যাল জব্দ করা হয়।

র‌্যাব আরও জানায়, আসামিদেরকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, উক্ত প্রতিষ্ঠান ভেজাল জিনসিন সিরাপ তৈরী করায় প্রায় ২ বছর পূর্বে ওষুধ প্রশাসন অধিদপ্তর তাদের অনুমোদন বাতিল করে। এর পরেও তারা দীর্ঘদিন ধরে অননুমোদিত ও ভেজাল ঔষধ জিনসিন উৎপাদন ও বাজারজাত করে আসছে। উৎপাদনকৃত ভেজাল ঔষধ জিনসিনে সাইট্রিক এসিড ও অননুমোদিত এবং ক্ষতিকর যৌন উত্তেজক উপাদান পাওয়া যায়। যা স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এই অননুমোদিত ভেজাল ঔষধ উৎপাদন করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে বলে কারখানার মালিক মোঃ রাসেল জিজ্ঞাসাবাদে স্বীকার করে। সে কুমিল্লা জেলার মুরাদনগর থানার পান্ডুগর এলাকার বাসিন্দা।