জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শাহাদাতের উদ্যোগে মহানগর ছাত্রদলের দোয়া

সান নারায়ণগঞ্জ

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শাহাদাত হোসেন ভূঁইয়ার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৯ জানুয়ারী রবিবার সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ডের মাদানী চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করা হয়।

এসময়ে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রুহী, যুগ্ম সম্পাদক হাবিব, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মাহফুজ, সদস্য মনির, রুবেল, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল নেতা সাইদুল ইসলাম বাবু, জুবায়ের, রায়হান বন্দর উপজেলা ছাত্রদল নেতা ইফাত, মুন্না, শহিদ এবং ৩নং ওয়ার্ড ছাত্রদল নেতা আনাস, আকাশ, নাজমুল, সাব্বির, অভি, ইমরান প্রমুখ।