সান নারায়ণগঞ্জ
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেষে কেক কেটে দিনটি পালন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নারায়ণগঞ্জ মহানগর শাখার নেতৃবৃন্দরা।
১৯ জানুয়ারী রবিবার সকালে নগরীর চাষাড়ায় অবস্থিত জিয়া হলে এই আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ বিএনপির অন্যতম নেতা আনিসুল ইসলাম সানি, সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি মো. স্বপন চৌধুরী।
আলোচনা সভায় আনিসুল ইসলাম সানি বলেন, “দীর্ঘ ১৯ বছর পর আজ চাষাড়ায় শহীদ জিয়া হলের ভিতরে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় বক্তব্য রাখতে পেরে আমি গর্বিত। এমন একটি সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য বিশেষভাবে নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতিকে ধন্যবাদ জানাচ্ছি।”
তিনি আরও বলেন, ‘একটি বিষয় আমার খুব কষ্ট দেয়, আমরা জাসাসের পক্ষ থেকে শহীদ জিয়া হল সংস্কারের জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মহোদয়কে বেশ কয়েকবার জানালেও রহস্যজনক কারণে তিনি এখনও এই উদ্যোগ গ্রহণ করেননি। এখন নতুন জেলা প্রশাসক এসেছেন, তিনি এই শহীদ জিয়া হল সংস্কার কমিটির সভাপতি হবেন। আমি এখানে উপস্থিত থেকে নবনিযুক্ত জেলা প্রশাসক মহোদয়ের কাছে অনুরোধ জানাচ্ছি, অবিলম্বে শহীদ জিয়া হল সংস্কারের জন্য একটি পরিচালনা কমিটি গঠন করে কাজ শুরু করুন। যদি না করেন, তবে আগের জেলা প্রশাসকের মতো আপনাকেও হয়তো সেই পরিস্থিতি মোকাবেলা করতে হতে পারে।’
মহানগর জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর জাসাসের সহ-সভাপতি মিয়া মো. আব্দুল্লাহ মুজিব, এম এ সাত্তার ভুট্টো, শাহাদাৎ হোসেন, মিজানুর রহমান মিজান, হাজী মো. শাহীন, নাসির উদ্দিন নাসির, ডিএইচ বাবুল, যুগ্ম সম্পাদক মো. আব্দুল হাই, দেলোয়ার হোসেন দেলু, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম টুটুল, সহ সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।