সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
কল্যাণমুখী সামাজিক সংগঠন আনন্দধান এর উদ্যোগে ‘পবিত্র মাহে রমজানের তাৎপর্য্য’ শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ মে বুধবার নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের ইডেন থাই এন্ড চাইনিজ রেস্টুরন্টে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আনন্দধাম এর নির্বাহী চেয়ারম্যান হাসিনা রহমান সিমুর সভাপতিত্বে আনন্দধামের অতিরিক্ত চেয়ারম্যান মো: শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা: মোহাম্মদ ইমতিয়াজ, প্রধান আলোচক নারায়ণগঞ্জ জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও সংগঠনটির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট এসএম ওয়াজেদ আলী খোকন, বিশেষ অতিথি ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আকসির, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ সিরাজুল ইসলাম ও জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক শহীদুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা: মোহাম্মদ ইমতিয়াজ পবিত্র মাহে রমজানের তাৎপর্য সম্পর্কে আলোচনা করে বলেন, রমজানের সিয়াম সাধনার মাধ্যমে আমাদের সবচেয়ে বড় অর্জন হচ্ছে আমরা নিজেদের উপর নিজেদের নিয়ন্ত্রন সুদৃঢ়রূপে প্রতিষ্ঠা করতে সক্ষম হই। আর যখন মানুষ নিজেকে নিয়ন্ত্রন করতে সক্ষম হয় তখন সেই সমস্ত লোভ লালসার উর্ধ্বে উঠে জনকল্যাণে নিজেকে বিলিয়ে দিতে পার। তাই আমি মনে করি মাহে রমজানের শিক্ষা নিরাপদ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ নিয়ামক।
আলোচনায় অ্যাডভোকেট এসএম ওয়াজেদ আলী খোকন বলেন, আমাদের আনন্দধামের উদ্দেশ্যই হচ্ছে পারস্পরিক সহযোগীতার মাধ্যমে নিজেদের মৌলিক অধিকার সুনিশ্চিত করে সমাজের কল্যান সাধন করা।
এ সময় আরও উপস্থিত ছিলেন- আনন্দধামের অতিরিক্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম বাবু, সার্জেন্ট এ্যাট আর্মস মতিউর রহমান মুক্তি, ভাইস চেয়ারম্যান ডা: মোন্তাসির আহমেদ, মহাসচিব হামিদুল হক রিপন এবং আনন্দধাম কর্মকর্তাদের মধ্যে বাবু রিপন ভাওয়াল, বাবু শ্যামল দত্ত, অ্যাডভোকেট শেখ জসিমউদ্দীন, বাবু অমর মন্ডল, জসিম উদ্দিন বাদল ও আক্তারুজ্জামান দুলু প্রমূখ।