গণঅভ্যুত্থান: আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নথি হস্তান্তর করলেন তৈমুর আলম

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

গত জুলাই-আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনকে প্রতিহত করার জন্য ব্যবহৃত হেলিকপ্টার থেকে নিক্ষিপ্ত গুলিতে মায়ের কোলে, বাড়ীর ছাদে, পড়ার টেবিলে, বাড়ীর আঙ্গিনায় শিশুদের মৃত্যুর জন্য ক্ষতিগ্রস্থ পিতা মাতাকে এক কোটি টাকা ক্ষতিপূরণ সহ আর্ন্তজাতিক মানের তদন্ত করার জন্য সরকারের প্রতি নির্দেশ প্রদানের জন্য অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার হাইকোর্টে রীট পিটিশন দায়ের করেছিলেন।

গত ৫ আগস্টের পূর্বে ৩০ জুলাই “জনস্বার্থ মামলার” আওতায় হাইকোর্টে রীট নং- ৯৬৮৮/২০২৪ দাখিল করেছিলেন তৈমূর আলম খন্দকার। আবেদনকারীর অনুকূলে আদালত রুল ইস্যু করলে রাষ্ট্র পক্ষ কনটেষ্ট করেন।

উভয় পক্ষের শুনানী অন্তে হেলিকপ্টার থেকে গুলিতে নিহতদের বিষয়টি গুরুত্ব সহকারে আর্ন্তজাতিক মানের তদন্ত করার জন্য গত ১৭ ডিসেম্বর সরকারের প্রতি আদালত নির্দেশনা সহ নিহত পরিবারকে যথাযথ ক্ষতিপূরন প্রদানের জন্য সরকারের প্রতি নিদের্শনা জারী পূর্বক রায় প্রদান করেন।

আদালতের নির্দেশনায় ইতোমধ্যে আংশিক ক্ষতিপূরন প্রদান শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে পর্যাপ্ত ক্ষতিপূরন দেয়া হবে বলে শুনানী কালে সরকার পক্ষ আদালতে এফিডেভিট দাখিল করে।

এদিকে ২১ জানুয়ারী মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটরের বিশেষ অনুরোধে রীটের দরখাস্তকারী ও আইনজীবী তৈমূর আলম খন্দকার চীফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের নিকট রীট সংক্রান্ত বিভিন্ন তথ্য সম্মলিত নথি হস্তান্তর করেন।