জিয়ার জন্মবার্ষিকী: সনমান্দি ইউনিয়নে মান্নানের ১ হাজার শীতবস্ত্র বিতরণ

সান নারায়ণগঞ্জ

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের উদ্যােগে সনমান্দী ইউনিয়নে ১ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২১ জানুয়ারী মঙ্গলবার দুপুরে সনমান্দি ইউনিয়নের ফতেহপুর মাঠে এক হাজার পরিবারের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

সনমান্দী ইউনিয়ন বিএনপি নেতা মাসুম বিল্লাহর তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু।

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রোমা আক্তার, সনমান্দী ইউনিয়ন বিএনপি নেতা ফাইজদ্দিন, খোকন সিকদার, আওলাদ, হাবিবুল্লাহ, মুকবুল, শাহিনসহ সনমান্দী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।