সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, নারায়ণগঞ্জে গডফাদারের শাসন কায়েম হয়েছিল এবং সেখানকার সন্ত্রাসের জনপদ থেকে নারায়ণগঞ্জকে রক্ষা করতে হবে। বাংলাদেশে কোন জঙ্গিবাদ নেই। এই জঙ্গিবাদের তকমা শেখ হাসিনা ও তার দোসরা এদেশে তৈরি করেছিলেন।
২১ জানুয়ারী মঙ্গলবার বন্দর উপজেলার উত্তর লক্ষণখোলা এলাকায় ২৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নারায়ণগঞ্জে একসময় সাত খুন, পাঁচ খুন, এবং অসংখ্য খুনের ঘটনা ঘটেছিল। এসব হত্যাকাণ্ডের পেছনে ছিল আওয়ামী লীগের শাসন, যা নারায়ণগঞ্জকে কলঙ্কিত করেছিল। সেই সময় প্রশাসনের ভাল লোকেরা আসতে ভয় পেতেন, কারণ নারায়ণগঞ্জ ছিল সন্ত্রাসের জনপদ।
তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জে সন্ত্রাসের উন্নয়ন হয়েছে, কিন্তু জনগণের উন্নয়ন হয়নি। এখানকার উন্নয়ন শুধুমাত্র ওসমান পরিবারের জন্য হয়েছে। তাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ রয়েছে, তা অবশ্যই অনুসন্ধান করে ফিরিয়ে আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহম্মেদ, ২৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেন ও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হাসান চুন্নু সাঈদ প্রমুখ।