সোনারগাঁও জামপুরের আনোয়ার ও গোলজার গংদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নে আনোয়ার হোসেন ও গোলজার হোসেন প্রধানসহ ৭ জনের বিরুদ্ধে ৫০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেছেন ইমদাদুল হক দিপু নামে এক ব্যবসায়ী। ২২ জানুয়ারী বুধবার নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোনারগাঁও আদালতে এই মামলাটি দায়ের করেন তিনি। আদালত মামলাটি তদন্তের জন্য সোনারগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।

মামলায় আনোয়ার হোসেনকে ১নং আসামী করে আউয়াল, গোলজার হোসেন প্রধান, শহিদুল্লাহ মেম্বার, তামীম, বাবুল ও রিপনকে আসামী করা হয়। মামলায় আসামীদের বিরুদ্ধে ৫০ লাখ টাকা চাঁদা দাবিতে বাদীর জমিতে অনধিকার প্রবেশ করে মারধর ও হুমকি ধমকির অভিযোগ তোলা হয়।

বাদী নালিশি মামলায় জানান, জামপুর ইউনিয়নের জামপুর মৌজায় আরএস ৩১৯ নং দাগের ২৭.৬৬ শতাংশ সম্পত্তি প্রফেসর ইয়ামিনের নিকট থেকে রেজিষ্ট্রকৃত বায়নামুলে ক্রয় করিলে আসামীরা বাদীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। তারই ধারাবাহিকতায় চাঁদার দাবিতে গত ১৫ জানুয়ারী বাদীর সম্পত্তিতে প্রবেশ করে পূনরায় ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং চাঁদা না দেয়ায় বাদীকে মারধর করেন ও প্রাণনাশের হুমকি ধমকি দেন।

অন্যদিকে সকালে মামলা রুজুর পর মামলার ঘটনাকে ভিন্ন দিকে নিতে একই দিন বিকেলে সোনারগাঁয়ে সাংবাদিক সম্মেলন করেছেন অভিযুক্তরা। তারা নিজেদের নির্দোষ দাবি করেন।