সিদ্ধিরগঞ্জের আইলপাড়া এলাকায় মানব কল্যাণ পরিষদের কম্বল বিতরণ

সান নারায়ণগঞ্জ

‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে’ তার প্রতিপাদ্য নিয়ে আর্ত-মানবতার সেবায় সামাজিক উন্নয়নে এগিয়ে আসার প্রত্যয়ে স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন মানব কল্যাণ পরিষদের উদ্যোগে ২২ জানুয়ারি বুধবার বিকেলে পাঠানটুলী আইলপাড়া এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আন্তরিক সহযোগিতায় মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার তত্ত্বাবধানে মানবিক সহায়তায় কম্বল বিতরণ করেন সফল নারী উদ্যোক্তা আয়শা আক্তার, সমাজকর্মী মোঃ ইমতিয়াজ ভূইয়া, মোঃ সেলিম, পশ্চিম আইলপাড়া এলাকার পঞ্চায়েত কমিটির দায়িত্বশীল মোঃ চুন্নু সহ আরো উপস্থিত ছিলেন হাসান ও হৃদয় এবং অন্যান্য স্বেচ্ছাসেবকগণ।

উল্লেখ্য যে, মানব কল্যাণ পরিষদ প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন এলাকায় অসহায় দুস্থ এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে কম্বল বিতরণ করছে।