সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও পৌরসভাকে সন্ত্রাস, ভুমিদস্যু, মাদকমুক্ত, দখলবাজ ও চাঁদাবাজমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম চয়ন।
২৪ জানুয়ারী শুক্রবার বিকেলে সোনারগাঁও পৌরসভার পানামনগরী এলাকার বিএনপির কার্যালয়ে এক দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
একই সঙ্গে ‘মাদক ছাড়ো পরিবার ধরো, মাদকমুক্ত সমাজ গড়’ শ্লোগানে সোনারগাঁও পৌরসভাকে সন্ত্রাস, মাদকমুক্ত, দখলবাজ ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়েও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে জিয়াউল ইসলাম চয়ন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘মাদক ছাড়ো পরিবার ধরো, মাদকমুক্ত সমাজ গড়’ এই শ্লোগানকে সামনে রেখে আমরা সকলের সহযোগীতা নিয়ে সোনারগাঁও পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়বো। একই সঙ্গে সোনারগাঁও পৌরসভায় কোনো সন্ত্রাসী, ভূমিদস্যুতা, দখলবাজি ও চাঁদাবাজির বিরুদ্ধে থাকবে আমাদের অবস্থান।
তিনি এ বিষয়ে আরো বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ রয়েছে কেউ বিএনপির নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসী, ভূমিদস্যূতা, দখলবাজি ও চাঁদাবাজি করলে তাকে প্রশাসনের হাতে তুলে দিতে। যদি আমাদের দলের নাম ভাঙ্গিয়ে সোনারগাঁও পৌরসভার কোনো এলাকায় কেউ এ ধরণের কর্মকাণ্ডে সম্পৃক্ত হোন তাহলে আমরা আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ পালন করবো এবং অপরাধীকে প্রশাসনের হাতে তুলে দিবো।
নেতাকর্মীদের প্রতি কঠোর হুশিয়ারী দিয়ে তিনি বলেন, ‘একই সঙ্গে আমাদের দলের কেউ যদি এ ধরণের অপরাধে জড়িত হোন তাহলে তার বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা গ্রহণের জন্য আমরা যা যা করণীয় তাই করবো। বিএনপি জনগণের দল। জনগণের ভালোবাসা নিয়ে বিগত সাড়ে ১৫ বছর স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের হামলা মামলা জেল জুলুমের পরেও বিএনপি দেশের সর্ববৃহত্তর ও সবচেয়ে জনপ্রিয় দল।‘
অনুষ্ঠানে সোনারগাঁও পৌর বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিম।
এ ছাড়াও উপস্থিত ছিলেন- সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু তাহের, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম শ্যামল, থানা যুবদল নেতা আতাউর রহমান মিঠু, মোহাম্মদ আবিল, যুবদল নেতা ওয়াসকরুনী, সাইফুল ইসলাম, নবীন হোসেন বাবু, নুরুল ইসলাম, মিজানুর রহমান, সোনারগাঁও পৌর জাসাসের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সিনিয়র সহ-সভাপতি শাহজাহান মিয়া সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।