কোকোর মৃত্যুবার্ষিকী: নোয়াগাঁও ইউনিয়নে দোয়া মিলাদ মাহফিল ও কম্বল বিতরণ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

২৪ শে জানুয়ারী মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মিলাদ মাহফিল ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

২৪ জানুয়ারী শুক্রবার বিকেলে নোয়াগাঁও ইউনিয়নের ৪ ও ৫নং ওয়ার্ডে লাধুরচর টিটির বাড়ির সামনে দোয়া ও মিলাদ মাহফিল এবং শীতার্তদের মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ মিজানুর রহমানের সভাপতিত্বের ও নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দীকের সঞ্চালনায় মিলাদ ও দোয়া এবং কম্বল বিতরণ অনুষ্ঠানের উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক পারভেজ ফারুক, সোনারগাঁও উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক, নোয়াগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান, নোয়াগাঁও ইউনিয়ন কৃষকদলের সভাপতি ডাঃ নাসির, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি নেতা চঞ্চল, ওয়াজকুরুনী, রাসেল, শিশির সহ নোয়াগাঁও ইউনিয়ন ৪/৫ নং ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।