আর নয় সিলেকশন, এবার হবে ইলেকশন: দিদার খন্দকার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সাধারণ গ্রুপের পরিচালক পদপ্রার্থী ব্যালট নং- (৭) ও মিরাজ হোসিয়ারী এন্ড গার্মেন্টসের কর্নধার মোঃ দিদার খন্দকার বলেছেন, হোসিয়ারী সমিতির নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনতে এবং এ শিল্পের নতুন দিনের পরিবর্তনের সুচনা করতে চাই। সেজন্যই এবারের নির্বাচনে আমি স্বতন্ত্র হোসিয়ারী মালিক ঐক্য ফোরাম মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদন্ধিতা করছি।

২৩ জানুয়ারী বৃহস্পতিবার সকালে নগরীর নয়ামাটি এলাকায় নির্বাচনী প্রচারনায় ভোটারদের উদ্দেশ্য দিদার খন্দকার এসব কথা বলেন।

দিদার খন্দকার ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, স্বতন্ত্র পদে আমরা নির্বাচন করার কারনে আপনাদের সম্মান বৃদ্ধি পেয়েছে। যার ফলে প্রার্থীরা সম্মানের সাথে আপনাদের কাছে এসে ভোট চাইছেন। আজকে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এবং উৎসবমূখর পরিবেশে নির্বাচনী প্রচারনা চালাতে পারছি। আমরা চাই আপনাদের সম্মান যেনো অটুট থাকে, মৃত্যুর আগে পর্যন্ত। এজন্য প্রয়োজন আপনাদের ভোট ও দোয়া।

তিনি আরও বলেন, আমাদের এই প্যানেলে যদি নির্বাচনে অংশগ্রহণ না করতো তাহলে একটি পক্ষ সিলেকশনের মাধ্যমে আপনাদের নেতৃত্ব দিতো, যার ফলে আপনারা মনের মতো পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারতেন না। আমাদের একটাই চাওয়া আর নয় সিলেকশন, এইবার হবে ইলেকশন।