সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মহানগরীর ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার খন্দকার নাশকতার রাজনৈতিক মামলা থেকে বেকুসর খালাস পেয়েছেন। ২০১০ সালে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের দায়েরকৃত মামলা থেকে তিনি খালাস পান।
২৬ জানুয়ারী রবিবার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালত বিএনপি নেতা দিদার খন্দকার সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ৪৭জন নেতাকর্মীকে খালাস প্রদান করেন। যার নারায়ণগঞ্জ সদর থানার মামলা নং ১২(১১)১০।
জানাগেছে, ২০১০ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর বিএনপির ডাকা প্রথম হরতালে বিএনপির নেতাকর্মীরা নারায়ণগঞ্জ ডিআইটি এলাকায় মিছিল বের করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় সদর থানা পুলিশ বাদী হয়ে বিএনপির ৪৭জন নেতাকর্মীকে আসামী করে মামলা দায়ের করেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়ি ভাংচুরের প্রতিবাদে বিএনপি হরতাল পালনের ঘোষণা করেছিল।
মামলায় মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত হাশেম শকু, মহানগর বিএনপি নেতা সরকার আলম, আক্তার হোসেন খোকন শাহ, মাসুদ রানা, মনির হোসেন, রাসেল সহ ৪৭ জন নেতাকর্মীকে মামলা থেকে খালাস প্রদান করেছেন আদালত।