সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে লিজকৃত সম্পত্তিতে থাকা বসত ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে সংবাদ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ২৫ জানুয়ারী শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলা ও পৌর সদরের মডেলপাড়া এলাকায়।
জানা গেছে, একটি সরকারী সম্পত্তি ভিপি কেস নং- ১৫/৭৭ এর মূলে ভোগ দখল করতেন তোফাজ্জল হোসেন। তার মৃত্যুর পর তার দুই পুত্র এবং ২ কন্যা উক্ত সম্পত্তির লিজ নিজেদের নামে নবায়ন করে এক কন্যা ইমরানা আক্তার পরিবার পরিজন নিয়ে ঘরবাড়ী নির্মাণ করে ১২/১৪ বছর ধরে বসবাস করছেন।
৫ আগষ্ট পটপরিবর্তণের পর থেকে উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বর্তমান বিএনপি নেতা আলী আজগর জোরপূর্বক জবরদখলের মাধ্যমে ইমরানাকে উক্ত সম্পত্তি থেকে উৎখাতের চেষ্টা এবং হুমকী ধমকী প্রদর্শণ করে আসছিল।
এ বিষয়ে আদালতে একটি মোকদ্দমাও চলমান এবং অস্থায়ী নিষেধাজ্ঞা ও রয়েছে বলে ভুক্তভোগী ইমরানা জানান। শনিবার দিবাগত রাত ২টার দিকে আলী আজগর ও তার ছেলে মুন্না অপরাপর লোকজন নিয়ে গিয়ে ইমরানার দুটি ঘর ভাংচুর করে এবং ঘরে থাকা আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়।
ইমরানা জানান, ঘটনার সময় আমি আমার শিশু পুত্র তাসিম (৮) কে নিয়ে প্রাণ ভয়ে পালিয়ে গিয়ে থানার আশ্রয় নেই এবং সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যায়। পরে এ বিষয়ে থানায় অভিযোগ একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, আক্রান্ত মহিলার অভিযোগ পেয়েছি। উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযুক্ত আলী আজগর বিষয়টি অস্বীকার করে বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমি জানিনা। তিনি তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন।