কাউন্সিলর সজলকে জড়ানোর চেষ্টার কি উদ্দেশ্য? ‘এপন পরবর্তী কাউন্সিলর’!

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিখোঁজ শিশু সাদমান সাকির বাবা ওমর খালেদ এপন যখন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ডের পরবর্তী কাউন্সিলর হতে যাচ্ছেন এমনটা ঘোষণা দিয়ে বেড়াচ্ছেন তখন ঘটনা আরও বেশি ঘুরপাক খাচ্ছে। যে কারনে দেওভোগের মানুষ প্রশ্ন তুলেছেন তাহলে শিশু নিখোঁজের ঘটনায় বর্তমান কাউন্সিলর নাজমুল আলম সজলকে জেড়ানোর চেষ্টা করার কি ‘কাউন্সিলর’ পদটাই মুল কারন কিনা। এপন এখানে নির্বাচনে তার জামানত হারিয়েছিলেন। যেখানে অন্যসব সকল প্রার্থীদের সমান ভোটের চেয়েও বেশি ভোটে নির্বাচিত হন নাজমুল আলম সজল।

তবে এর পিছনে আরও বড় কোন রাজনৈতিক খেলা রয়েছে কিনা তা নিয়েও দেওভোগবাসীর প্রশ্ন। কারন এই নাজমুল আলম সজল দীর্ঘদিন যাবত আওয়ামীলীগের রাজনীতিতে জড়িত। ছিলেন শহর স্বেচ্ছাসেকলীগের সভাপতি। তার ছোট ভাই মাহাবুবুল আলম জেলা ছাত্রলীগের সাবেক নেতা এবং বর্তমানে তিনি মহানগর আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদকের পদে দায়িত্ব পালন করছেন। তার আরেক ভাই জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানি। তিনি বেশ সুমানের সাথে ৭টি বছর ছাত্রলীগের মত সংগঠনের দায়িত্ব পালন করেছেন। কোন রকম বিতর্ক হয়নি তাকে নিয়ে। এই পরিবারটি মুলত এমপি একেএম শামীম ওসমানের নেতৃত্বেই আওয়ামীলীগের রাজনীতিটা করে আসছে। যে কারনে দেওভোগের অনেক প্রভাবশালীদের চক্ষূশ্যূল এই পরিবারটি। ওই প্র্রভাবশালীরা দেওভোগের অনেককেই জিম্মি করতে পারলেও সজলের পরিবারটিকে শামীম ওসমানের বলয়ের নেতৃত্ব থেকে সরাতে পারেনি। ফলে ওই প্রভাবশালীদের ইন্দনেই এপন এখন কাউন্সিলর সজলকে জড়ানোর চেষ্টা করছে কিনা সেটাও খতিয়ে দেখার অনুরোধ দেওভোগবাসীর।

দেওভোগবাসী বলছেন- বড় কোন রাজনৈতিক খেলা এর পেছনে রয়েছে কিনা সেই প্রশ্নটা আরও বেশি জোড়ালো হয় যখন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বীকে নিয়ে শিশু নিখোঁজের বিষয়ে মানববন্ধনে নাজমুল আলম সজলের নাম তুলেন এপন। কারন এই রফিউর রাব্বী তার ছেলে ত্বকী নিহতের ঘটনার পর থেকে শামীম ওসমান ও তার লোকজনদের বিরুদ্ধেই নানা সভা সমাবেশে অভিযোগ তুলে আসছিলেন। আবার এই রফিউর রাব্বীর সঙ্গে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ড. সেলিনা হায়াত আইভীর ঘনিষ্ঠতা রয়েছে। শামীম ওসমানের সঙ্গে মেয়র আইভীর রয়েছে বৈরিতা। সজল শামীম ওসমানের কর্মী। ২০১১সালের সিটি কর্পোরেশনের নির্বাচনের মেয়র আইভীর নির্বাচন পরিচালনার প্রধান দায়িত্বে ছিলেন রাব্বী। ফলে নাজমুল আলম সজলের নাম জড়ানোটাকে বড় রাজনৈতিক খেলা কিনা সেটারও ক্লু খুজে বের করার জন্য সম্প্রতি একটি প্রতিবাদ সভায় প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছিলেন দেওভোগ বাসী।

এদিকে আরও বেশি জটলা বাধিয়েছেন এপন। শিশু সন্তান নিখোঁজ সাদমান সাকির বাবা এপন যখন শিশুটির মুক্তিপণ চাওয়া আসামিকে নিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছেন তখন এ ঘটনায় আরও জট বাধতে শুরু করেছে বলে দেওভোগবাসীর দাবি। দেওভোগবাসী বলছেন- এপন অভিযুক্তদের বাঁচাতেই কি তাহলে একেক সময় একেকজনের নামে অভিযোগ তুলছেন কিনা?

দেওভোগবাসী আরও বলছেন- বর্তমানে সন্তানের নিখোঁজের পর উদ্ধারের দাবির চেয়ে এলাকায় ঘোষণা দিয়ে বেড়াচ্ছেন তিনিই হতে যাচ্ছেন ১৬নং ওয়ার্ডের আগামীর কাউন্সিলর! ফলে আরও প্রশ্নবিদ্ধ হচ্ছে এপনের মুল উদ্দেশ্য নিয়ে। সন্তানের উদ্ধার চান নাকি কাউন্সিলর হতে চান সেটাই এখন মুল প্রশ্ন হয়ে দাড়িয়েছে দেওভোগবাসীর কাছে। এর আগে চারুকলা মাঠে দেওভোগবাসী একটি প্রতিবাদ সভা করেও সেখানে এপনের বিষয়ে নানা প্রশ্ন তোলা হয়।

জানাগেছে, নারায়ণগঞ্জ শহরের দেওভোগ থেকে নিখোঁজ হওয়া দেড় বছরের শিশু সাদমান সাকি নিখোজের ঘটনায় শিশুটির বাবা ওমর খালেদ এপন তার ছোট ভাই সৈয়দ সাদিম আহমেদকে সাথে নিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের পর দেওভোগবাসীর মাঝে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। দেওভোগের কেউ কেউ বলছেন এপনকেও এখন জিজ্ঞাসাবাদ করা উচিত আসলেই শিশুটি নিখোঁজ কিনা। কারন এপনের ভাই এই ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন মোবাইল ফোনে শিশুটির মুক্তিপণ হিসেবে টাকা দাবি করে। বিকাশে কিছু টাকাও দিয়েছিল এপন। কিন্তু সেই সাদিম আহমেদকে নিয়েই যখন শিশুটির নিখোঁজের বিষয়ে স্মারকলিপি প্রদান করা হলো তখণ দেওভোগবাসী প্রশ্ন তুলেছেন- এপন কি তাহলে সাদিমকে বাঁচাতেই বিভিন্ন জনের নামে অভিযোগ তুলছেন কিনা? কেউ কেউ বলছেন ঘটনাটিকে আর জট বাধিয়ে ফেলছেন এপন। এর মধ্যে কাউন্সিলর পদটিকে টার্গেট করেছেন এপন।

এলাকাবাসী বলছেন- কেননা, শিশু সাদমান সাকি ইস্যুতে শিশু সাদমান সাকি নিখোজের মামলাটি একেবারেই দ্বারপ্রান্তে আসার পর মামলার বাদী নিজেই মামলাটি আর পরিচালনা করতে চান না বলে তার ভাইকে থানা থেকে ছাড়িয়ে নেন। ইতিপূর্বে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলনে কাউন্সিলর নাজমুল আলম সজল পুলিশের কথপোকথনের একটি অডিও সাংবাদিকদের শোনান। যেখানে বিকাশে টাকা চাওয়া এপনের ভাই সাদিমকে ছাড়িয়ে নেয় বলে জানা যায়। আবার এপনই তাদের ছাড়িয়ে নেয়।

সাংবাদিকদের কাছে দেয়া ওই অডিওতেও নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের পরিদর্শক জয়নাল আবেদীন ঘটনার পুরো বর্ননা দেন। জয়নাল আবেদীন ঘটনার বর্ননায় বলেন, ‘২০১৭ সালের ১ ডিসেম্বর দুপুরে দেওভোগ এলাকা থেকে অপহৃত হয় সৈয়দ ওমর ফারুক এপনের ছেলে সাদমান সাকি। এই ঘটনাটি অধিক গুরুত্ব দিয়ে আলফা ওয়ান (পুলিশ সুপার স্যার) নিজেই শিশুটির বাড়ীতে যান এবং কঠোর হস্তে তদন্ত করার আদেশ দেন। সে মোতাবেক শিশুটিকে উদ্ধার করতে দারোগা শামীম চেষ্টা চালিয়ে যাচ্ছিলো। ডিসেম্বর ২৬ তারিখে ওসি শাহিন শাহ পারভেজের সাথে আলফা ওয়ানের ভূল বোঝাবুঝির কারণে গোলমেলে অবস্থার সৃষ্টি হয় থানায়। ওসির দায়িত্ব তখন পালন করছিলেন তদন্ত আবদুর রাজ্জাক। এই সময় শিশু সাকির বাবা খবর দিলো তার বাচ্চাকে ফেরত পেতে ৫ লাখ টাকা মুক্তিপন দাবী করে ফোন করেছে অজ্ঞাত ব্যাক্তি। তার যে অপহরণকারী তার প্রমাণ হিসেবে পরদিন সকালে তার বাচ্চার পায়ের জুতা এপনের বাসার সামনে ফেলে যাবে। অপহরণকারীর কথামতো বিকাশের মাধ্যমে ৪৫০০ টাকাও পাঠানো হলো। টাকা পাঠানার পর দিন সকালে সাকির পায়ের জুতা এপনের বাসার সামনে ফেলে যায়।’

তারিখ উল্লেখ না করে ওই অডিওতে পুলিশের পরিদর্শক জয়নাল আবেদীন আরো বলেন, ‘এরপরও আবারো ফোন করে করে শিশু সাকিকে মুক্তিপন বাবদ ৫ লাখ টাকা দাবী করে। নইলে পরদিন বাচ্চার পরিহিত জামা আবার বাসার সামনে ফেলে যাবে বলে হুমকিও দেয়। অপহরণকারীর কথা মতো ফের সকালে ঘুম থেকে উঠে সাকির বাবা মা সাকির জামা কাপর তার দরজার সামনে দেখে হতবাক হয়ে পরে।’

‘এমন খবরে ততপর হয়ে উঠে পুলিশ। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অপরহরণকারীর অবস্থান পাওয়া যায় মামলার বাদি এপনের বাসার সাথেই। বারবার চেষ্টার পর মোবাইল ট্রেকিং করে পাওয়া যায় অপহরণকারী অন্য কেউ না তার আপন চাচা সাদিম আহমেদ। সেই মোতাবেক আটক করে আনা হলে মামলার বাদী সৈয়দ ওমর খালেদ এপন নিজেই তার ভাই সৈয়দ সাদিম আহমেদকে ছাড়াতে তৎপর হয়ে উঠে। থানায় ঘুরঘুর করতে থাকে সাদিমকে ছাড়ানোর জন্য। দারোগা শামীম ও আমার (জয়নাল আবেদীন) কাছে নানা ভাবে আকুতি করতে থাকে।’

‘এপনের আকুতি উপেক্ষা করে দারোগা শামীম ও আমি (জয়নাল আবেদীন) অপহরণ মামলার আসামী ও মোবাইলে মুক্তিপন দাবীকারী এবং সাড়ে ৪ হাজার টাকা বিকাশের মাধমে গ্রহণকারী সৈয়দ সাদিম আহমেদকে জিজ্ঞাসাবাদ করতে গেলেই অচেতন হয়ে পরার অভিনয় করতে থাকে। অপরদিকে মামলার বাদী এপনের থানায় সার্বক্ষনিক অবস্থানের কারণে ঠিক মতো জিজ্ঞাসাবাদও করতে পারছি না। রাতের এক পর্যায়ে সৈয়দ সাদিম আহমেদকে জিজ্ঞাসাবাদ করতে গেলে সে অচতন হয়ে পরে। আমরাও নাছোরবান্দা যে কোন উপায়ে শিশুকে উদ্ধার করতেই হবে। সে দিক বিবেচনা করে সৈয়দ সাদিম আহমেদকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাই চিকিৎসা করাতে। তৎকালীন সময়ের চিকিৎসক সাদিমকে পর্যবেক্ষণ করে কোন ওষুধ না দিয়ে বলেন, সাদিম সম্পূর্ণ সুস্থ্য সে অভিনয় করতেছে।’

‘এ সময় খবর পেয়ে আবার অপহৃত শিশু সাকির বাবা এপন পুলিশকে জানান, “আমার ছেলে হারাইছি এখন আর ভাইকে হারাতে চাই না।”

‘এপনের এমন জোড়াজুড়িতে তৎকালীন সময়ের সদর থানার দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাকের অনুমতিক্রমে হাতের নাগালে অপহরণকারীকে পেয়েও ছেড়ে দিতে হয়েছে বাদীর আপত্তির কারণে। এক্ষেত্রে পুলিশ অথবা অন্য কাউকে দোষারোপ করার কোন সুযোগ নাই মামলার বাদী এপনের।’

ইতিমধ্যে দেওভোগ বৃহত্তর এলাকাবাসী সম্প্রতি দেওভোগ চারুকলা মাঠে একটি প্রতিবাদ ও শিশুটির উদ্ধার দাবিতে সমাবেশ করেছেন। সেখানে এপনের ভুমিকা নিয়ে স্থানীয় মান্যগণ্য ব্যক্তিরাও প্রশ্ন তুলেন। এপনের আত্মীয়স্বজনও ওই প্রতিবাদ সমাবেশে গিয়ে উপস্থিত হন। ওই প্রতিবাদ সভায় বক্তারা দ্রুত শিশুটির উদ্ধারের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান। আর একেক সময় একেকজনের বিরুদ্ধে এপন অভিযোগ তোলায় বক্তারাও তার ভুমিকা নিয়ে প্রশ্ন তুলেন। সেই সঙ্গে কাউন্সিলর নাজমুল আলম সজলকে জড়িয়ে অভিযোগ তোলার বিষয়টিও রহস্যজনক দেখছেন এলাকাবাসী। সজলের বিরুদ্ধে অভিযোগ অমুলক হিসেবেও অবহিত করেন স্থানীয় মান্যগণ্য ব্যক্তিরা। এখানে ভিতরগত কোন রাজনৈতিক খেলা রয়েছে কিনা তাও দেখতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছিলেন বক্তারা।