সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
‘কলম ধরো, জীবন গড়ো খেলা ধরো, মাদক ছাড়ো’ এই স্লোগানকে সামনে রেখে ৩১ জানুয়ারী শুক্রবার বিকেল ৩টায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
পুরষ্কার ব্তিরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী আজগর এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি হাজী শারজাহান মেম্বার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূইয়া মাসুম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাফির উদ্দিন মজনু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, উপজেলা বিএনপির সদস্য বিএম ডালিম, সোনারগাঁও উপজেলা বিএনপি নেতা মাসুম রানা, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার, সোনারগাঁও উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহিম, নোয়াগাও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সোনারগাঁও উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক, সোনারগাঁও উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, সোনারগাঁও উপজেলা কৃষকদলের আহ্বায়ক ফজলু মেম্বার, সোনারগাঁও উপজেলা কৃষকদলের সদস্য সচিব বাবুল হোসেন বিজয়, সোনারগাঁও পৌর যুবদলের সদস্য সচিব মফিজুল ইসলাম সোহেল, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য জামাল হোসেন, সোনারগাঁও উপজেলা উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু মোরশেদ মোল্লা সহ বিএনপি অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ। ফাইনাল খেলায় বিজয়ী হয় সজিব একাদশ, রানার আপ হয় আল-আমীন একাদ্শ এবং তৃতীয় স্থান হন কামরুল একাদশ।
টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, যার আয়োজনে ছিল বারদী ইউনিয়নের মছলন্দপুর যুব সমাজ।