প্রকাশ্যে দাপুটে মহড়ায় শামীম ওসমানের বিশ্বস্ত দুই নৌকার চেয়ারম্যান!

সান নারায়ণগঞ্জ

গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর আত্মগোপনে ছিলেন আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু। জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনে নিহত ও আহতের ঘটনায় দুজনেই মামলার আসামীও হয়েছেন। কিন্তু চলতি বছরের জানুয়ারী মাসে প্রকাশ্যে রাজনীতির মাঠে ফিরেছে জাকির হোসেন ও মনিরুল আলম সেন্টু। তাদের দুজনের চারপাশে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের আনাগোনাও দেখা যাচ্ছে বেশ।

স্থানীয়রা জানান, আওয়ামীলীগ সরকার আমলে দাপুটে চেয়ারম্যান ছিলেন মনিরুল আলম সেন্টু। কুতুবপুর ইউনিয়ন পরিষদের গত নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হোন সেন্টু। জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সিকদার গোলাম রসূলের মত ত্যাগী নেতাকে মাইনাস করে সেন্টুর হাতে তুলে দেন নৌকা প্রতীক শামীম ওসমান।

এর আগে দুই মেয়াদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরোক্ষভাবে বিএনপির সমর্থনে চেয়ারম্যান নির্বাচিত হোন সেন্টু। ২০১৬ সালের নির্বাচনে সেন্টুকে জোর করে ধানের শীষ প্রতীকে দিতে চাইলেও তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করেননি। ফলে তৎকালীন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার সেন্টুকে বিএনপি থেকে অব্যাহতি দেন।

স্থানীয়রা আরো জানান, বিগত সাড়ে ১৫ বছর আওয়ামীলীগের পলাতক নেতা শামীম ওসমানের অন্যতম হাতিয়ারে পরিনত হোন সেন্টু। ২০১৪ সালের পর থেকে শামীম ওসমানের সঙ্গে সেন্টুর সবচেয়ে বেশি সখ্যতা গড়ে ওঠে। শামীম ওসমানের অন্যতম আরেক সেকেন্ড ইন কমান্ড শাহ নিজামের সঙ্গে ব্যবসায়িক ভাগ বাটোয়ারা বসান সেন্টু। যদিও এক সময় ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এবং ২০০৯ সালে থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হোন মনিরুর আলম সেন্টু।

২০১৪ সালে নারায়ণগঞ্জ-৪ আসনে এমপি প্রার্থী হিসেবেও বিএনপির ধানের শীষ প্রতীকের প্রচারণায় ছিলেন তিনি। কিন্তু নিজের চেয়ারম্যানশীপ ও ব্যবসা বাঁচাতে আওয়ামীলীগার হয়ে যান। ৫ আগস্টের পর আবারো বিএনপিতে ফেরার চেষ্টা করছেন তিনি। বর্তমানে তিনি নিজেকে বিএনপি নেতা হিসেবেও পরিচয় দিচ্ছে নৌকা প্রতীকের চেয়ারম্যান হয়ে। গত ১০ জানুয়ারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ও ১৪ জানুয়ারী কুতুবুপুরে কম্বল বিতরণ করেছেন নৌকার চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু।

অন্যদিকে ২৪ জানুয়ারী আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন পার্শ্ববর্তী বক্তাবলী ইউনিয়ন এলাকায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের নিয়ে মহড়া দিয়েছেন। সেখানে একটি মতবিনিময় সভাও করেছেন জাকির হোসেন।

২৪ জানুয়ারী বক্তাবলী ইউনিয়নের কানাইনগর এলাকায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জাকির হোসেন। বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী। জাকির হোসেন বক্তাবলীর পাশ্ববর্তী আলীরটেক ইউনিয়নের পরিষদের বর্তমান চেয়ারম্যান। সেদিন এই মতবিনিময় সভায় তার সঙ্গে আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দীন আহমেদ, বিএনপি নেতা আলাউদ্দীন বারী সহ বেশকজন ছিলেন।

স্থানীয়রা জানান, গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর থেকে প্রকাশ্যেই আছেন আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন। মহানগর বিএনপির শীর্ষ দুইজন নেতাকে ম্যানেজ করে এলাকায় দাবিয়ে বেড়াচ্ছেন জাকির হোসেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহতের ঘটনায় একাধিক মামলা দায়ের করা হলেও পুলিশ তাকে গ্রেপ্তার করছেনা রহস্যজনক কারনে।

পলাতক সাবেক এমপি সেলিম ওসমান ও সাবেক এমপি শামীম ওসমানের কারিশমায় আওয়ামীলীগের নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হোন জাকির হোসেন। গত নির্বাচনে প্রথমে নৌকা প্রতীকে মনোনয়ন পান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মতিউর রহমান। সেলিম ওসমান ও শামীম ওসমানের চাপে মতিউর রহমান নিজেকে অসুস্থ্য দাবি করে নির্বাচন থেকে সরে দাঁড়ান। পরবর্তীতে মতিউর রহমানের অনুপুস্থিতির কারন দেখিয়ে শামীম ওসমানের মাধ্যমে আওয়ামীলীগের নৌকা প্রতীক ছিনিয়ে আনেন জাকির হোসেন। নির্বাচনে নৌকা প্রতীকে চেয়ারম্যান হোন।