সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ জেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। ১ ফেব্রুয়ারী শনিবার দুপুরে নগরীর চাষাড়া বালুর মাঠস্থ পিজা বার্গ রেস্টুরেন্টে এক মতবিনিময় সভার মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।
সভায় সকলের সম্মতিতে ডা. মো. মুজিবুর রহমানকে সভাপতি ও মাহাবুব রহমানকে সিনিয়র সহ-সভাপতি কমিটির সহ-সভাপতি এবং মোকাদ্দেস আলী মজুমদার শাহীন সহ-সভাপতি এবং ডা. ফারুক আহমেদকে সাধারণ সম্পাদক ৪সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
মতবিনিময় সভায় ডা. মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে নারায়ণগঞ্জ জেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।