সোনারগাঁও বারদী ইউনিয়নে কৃষক দলের কৃষক সমাবেশ ও কম্বল বিতরণ

সান নারায়ণগঞ্জ

সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে কৃষক দল সারাদেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের আয়োজন করছে। তারই অংশ হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নে এক কৃষক সমাবেশ এবং কৃষকের মাঝে কম্বল বিতরণ করা হয়।

২ ফেব্রুয়ারী রবিবার বিকেলে বারদী ইউনিয়নের মছলন্দপুর মাঠে ইউনিয়ন কৃষক দলের আয়োজনে এই সমাবেশ এবং কম্বল বিতরণ করা হয়।

বারদী ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ তোফাজ্জলের সভাপতিত্বে বারদী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির ১নং সহ-সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সাবেক সভাপতি অ্যাডভোকেট শরীফুল ইসলাম মোল্লা।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন সোনারগাঁও উপজেলা কৃষক দলের আহবায়ক ফজলু মেম্বার, বিশেষ বক্তা ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু।

এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা কৃষক দলের সদস্য সচিব বাবুল হোসেন বিজয়, বারদী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি করিম মেম্বার, ডা: রফিক বিল্লাল মুন্সি, ঈমামদ্দীন, মোগরাপাড়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মামুন।

এছাড়াও পিরোজপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি দেলোয়ার বেপারী, হোসেনের সনমান্দী ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোকবুল হোসেন, নোয়াগাঁও ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক চঞ্চল, জামপুর ইউনিয়ন কৃষক দল নেতা শাহ আলম, পিরোজপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিয়নের কৃষক দলের সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় কৃষক দলের নেতাকর্মীরা সমাবেশে অংশগ্রহণ করেন এবং ৫০০ শতাধিক কৃষকের মাঝে কম্বল বিতরণ করেন।

সমাবেশে বক্তারা কৃষকদের সংগঠিত করার আহ্বান জানান এবং কৃষি ও কৃষকের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয়তাবাদী কৃষক দলের কার্যক্রম আরও বেগবান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।