মামুন মাহামুদকে ফুল দিয়ে জিয়াউল ইসলাম চয়নের শুভেচ্ছা ও অভিনন্দন

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক পদে দায়িত্ব পাওয়ায় অধ্যাপক মামুন মাহামুদকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম চয়ন।

৩ ফেব্রুয়ারী সোনারগাঁও উপজেলা ও পৌর বিএনপি সহ এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে অধ্যাপক মামুন মাহামুদের হাতে ফুলের তোরা উপহার দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিএনপি নেতা জিয়াউল ইসলাম চয়ন।

প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারী রবিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে অধ্যাপক মামুন মাহামুদকে আহ্বায়ক করে
নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।

ব্যতিক্রমধর্মী জেলা বিএনপির এই কমিটিতে কাউকে সদস্য সচিব দেয়া হয়নি। যেখানে সদ্য বিলুপ্ত জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনকে সদস্য পদে রাখা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটিতে আহ্বায়কের দায়িত্বে আছেন অধ্যাপক মামুন মাহমুদ ও ১নং যুগ্ম আহবায়ক দায়িত্বে আছেন মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে আছেন মাসুকুল ইসলাম রাজীব, শরীফ আহমেদ টুটুল।

গত ২৪ ডিসেম্বর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি। বিলুপ্ত ঘোষণাকালে কেন্দ্রীয় বিএনপি জানায়, বিএনপির গঠিত তদন্ত কমিটির সুপারিশে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এই কমিটিতে সভাপতি ছিলেন মুহাম্মদ গিয়াসউদ্দীন ও সাধারণ সম্পাদক ছিলেন গোলাম ফারুক খোকন।

এর আগে ২০২২ সালের ১৫ নভেম্বর গিয়াসউদ্দিনকে আহ্বায়ক করে ৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছিল কেন্দ্রীয় বিএনপি। ২০২৩ সালের ১৮ জুন জেলা বিএনপির সম্মেলনে গিয়াসউদ্দিন সভাপতি ও গোলাম ফারুক খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হোন।