সিদ্ধিরগঞ্জে মামুন মাহামুদের গণসংবর্ধনায় মিছিল নিয়ে এরশাদ আলীর অংশগ্রহণ

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক নির্বাচিত হওয়ায় অধ্যাপক মামুন মাহমুদের গণসংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মীদের নিয়ে বিশাল মিছিল সহকারে অংশগ্রহণ করেছেন নাসিকের ১০নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সভাপতি, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর যুবদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এরশাদ আলী।

৭ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ২নং ঢাকেশ্বরী ইব্রাহিম টেক্সটাইল মিলস্ সংলগ্ন বালুর মাঠে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এ সময় এরশাদ আলীর নেতৃত্বে ১০নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে মিছিলে শোডাউন করে অধ্যাপক মামুন মাহামুদের গণসংবর্ধনায় অংশগ্রহণ করেছেন।

এ ছাড়াও অনুষ্ঠানে দেখা যায় বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে বিভিন্ন শ্লোগানে-শ্লোগানে ঢাক-ঢোল বাজিয়ে নারী-পুরুষ উভয়ে গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। একপর্যায়ে বিভিন্ন নেতাকর্মীদের মিছিলের অংশগ্রহনে বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠাটি জনসমাবেশে পরিনত হয়।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক অকিল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ‍উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহামুদ।

এ ছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনিপর সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, বিএনপি নেতা রিয়াজুল ইসলাম রিয়াজ, দেলোয়ার হোসেন খোকন, সামছুদ্দিন শেখ, কামাল হোসেন, মাসুদর রহমান, মোসলেহা কামাল, বাবুল প্রধান, রাকিবুল দেওয়ান, মনির হোসেন, গাজী মনির হোসেন ও সাবেক ছাত্রদল নেতা এরশাদ আলী প্রমুখ।