সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের বিক্ষোভ মিছিল

সান নারায়ণগঞ্জ

দে‌শের বিরু‌দ্ধে বি‌দে‌শে ব‌সে ষড়যন্ত্র, সারা দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের ও তাণ্ডবের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা বিএনপি সাবেক সভাপতি ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিনের নির্দেশনায় জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মাহাবুব হোসেনের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের বিক্ষোভ মিছিল অনু‌ষ্ঠিত হয়। ৭ ফেব্রুয়ারী শুক্রবার বিকা‌লে এ বি‌ক্ষোভ মি‌ছিল অনু‌ষ্ঠিত হয়।

বি‌ক্ষোভ মি‌ছিল পূর্ব সং‌ক্ষিপ্ত বক্ত‌ব্যে মাহাবুব হোসেন ব‌লেন, দেশ‌কে অ‌স্থি‌তিশীল কর‌তে বি‌দে‌শে ব‌সে পলাতক স্বৈরাচার ষড়যন্ত্র ক‌রে যা‌চ্ছে। এ‌দে‌শের সাধারন মানুষ ও শিক্ষার্থীরা সক‌লেই আমরা ঐক‌্যবদ্ধ আ‌ছি ফ‌্যা‌সিস্ট‌দের যে‌কোন ষড়যন্ত্র মোকা‌বেলায়। আমরা সি‌দ্ধিরগঞ্জ থানা যুবদল নারায়ণগঞ্জ জেলা বিএনপি সাবেক সভাপতি গিয়াস উদ্দিনের নেতৃত্বে আওয়ামী ফ‌্যা‌সিস্ট‌দের যে‌কোন ষড়যন্ত্রকে প্রতিহত কর‌তে রাজপ‌থে ছিলাম আ‌ছি।

মি‌ছিল সি‌দ্ধিরগঞ্জ পুল থে‌কে শুরু হ‌য়ে চিটাগাংরোড শিমরাইল স্ট‌্যান্ড প্রদ‌ক্ষিণ ক‌রে শেষ হয়।

বি‌ক্ষোভ মি‌ছি‌লে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মঞ্জরুল হক মুছা, যুবদল নেতা জাকির হোসেন, কামরুল হাসান সেন্টু, হাসান রাজা, মোশাররফ হোসেন, ওয়াসিম, আলী রাজ, মাসুদ বাঙালি, মিলন হোসেন, শহিদুল ইসলাম, জাকির হোসেন, রাজীব আহাম্মদ প্রমুখ।