আবারো আড়াইহাজারে গণধর্ষণ, গ্রেপ্তার ৩

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে এক রিক্সা চালকের স্ত্রীকে গণধর্ষণের রেশ না কাটতেই আবারো গণধর্ষণের শিকার হয়েছেন এক কিশোরী। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে একই দিন ওই রিক্সা চালকের স্ত্রীর দায়েরকৃত মামলায় দুইজনকেও গ্রেপ্তার করা হয়।

জানাগেছে, গণধর্ষণের শিকার ওই কিশোরীর বাবা বাদী হয়ে ১৭মে শুক্রবার ৪ যুবককে আসামি করে একটি মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের চারগাও এলাকার সরফত আলীর ছেলে আক্তার হোসেন, রতনের ছেলে আনার হোসেন ও রুপগঞ্জ থানাধীন টাওয়ার এলাকার সেলিমে শাহীনকে গ্রেপ্তার করেছে।
মামলার অপর আসামি নরসিংদী জেলার মাধবদী থানাধীন খিদিরকান্দি এলাকার আব্দুর রহমানের ছেলে কাউসার এখনো পলাতক রয়েছে।

মামলার বিবরণ থেকে পাওয়া তথ্যমতে, ১৬ই মে সন্ধ্যা ৭টায় ওই কিশোরীকে ফুঁসলিয়ে তার এক দুঃসম্পর্কের বিয়াই শাহীন তার বাড়ির পাশেই একটি বালুর মাঠে নিয়ে যায়। সেখানে আগে থেকে অপেক্ষায় ছিল আক্তার হোসেন, আনার হোসেন ও কাউসার। পরে তারা পালাক্রমে ধর্ষণ করে ধর্ষিতাকে বাড়িতে পৌঁছে দিয়ে পালিয়ে যায়।

আড়াইহাজার থানা পুলিশের পরিদর্শক শফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার এৎাহারনামী ৪ আসামির মধ্যে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিকেও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

অন্যদিকে জানাগেছে, আগের দিন হওয়া গৃহবধূ গণধর্ষণের মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের ৭ দিনের রিমান্ডের আবেদন করে শুক্রবারই আদালতে পাঠায় পুুলিশ।