সান নারায়ণগঞ্জ
জাতীয়তাবাদী কৃষকদলের নারায়ণগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ডা. মো. শাহীন মিয়াকে আহ্বায়ক ও মো. আলম মিয়াকে সদস্য সচিব করা হয়েছেন।
৯ ফেব্রুয়ারী রবিবার জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই অনুমোদন দেওয়া হয়।
এ বিষয়ে ডা. মো. শাহীন মিয়া বলেন, আমি প্রথমেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি। তারা আমাকে যোগ্য মনে করে টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের শীর্ষ নেতৃত্বের দায়িত্ব দিয়েছেন। বিশেষ করে দ্বিতীয়বারের মতো আহ্বায়ক মনোনীত করায় আমি আরও দায়িত্বশীল হয়ে কাজ করতে চাই।
এর আগে, গত ১ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। জানা গেছে, ২০২৩ সালের ১২ জানুয়ারী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে ডা. শাহীন মিয়াকে আহবায়ক এবং মো. কায়সার রিফাতকে সদস্য সচিব করে নারায়ণগঞ্জ জেলা শাখার দুই সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়।