আড়াইহাজারে অপারেশন ডেভিল হান্ট: বিএনপির ৪ নেতাসহ গ্রেপ্তার ১৩

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনাকালে মাদক সেবন অবস্থায় বি. বাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের চার নেতাকে বিশনন্দী ফেরীঘাট এলাকা থেকে এবং অপর ৯ অপরাধীকে বিভিন্ন অপরাধের কারণে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। ৯ ফেব্রুয়ারী রবিবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে পৃথক পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মাহাবুব হাসান, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. আবু মুছা, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামালউদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লিটন, জুয়েল রানা, রাসেল।

এ ছাড়া আড়াইহাজার উপজেলার আড়াইহাজার পৌর সদরের আওয়ামীলীগ নেতা মো. হারুণ অর রশিদ, বাগাদী কান্দাপাড়া এলাকার মো. খাইরুদ্দিন ইমন, কল্যান্দী এলাকার রিফাত হাসান, কামরানীরচর এলাকার হোসাইন গাজী, বগাদী কান্দাপাড়া এলাকার সোহাগ, মোসাদ্দেক হোসেন, সি আর ওয়ারেন্ট ভুক্ত আসামী সোনাকান্দা এলাকার আল আমিনকে পৃথক পৃথক অভিযোগে নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ও যৌথ বাহিনী।

এদের মধ্যে বাঞ্ছারামপুর এলাকার বিএনপি নেতাদেরকে বিশনন্দী ফেরীঘাট এলাকা থেকে মাদক সেবন অবস্থায় গ্রেপ্তার কার হয়েছে বলে যৌথবাহিনীর সূত্র জানায়। ওই নেতাদের মধ্যে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মাহাবুব আলী তার এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজী, মারামারি, জবরদখল এসব কর্মকান্ড করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে বাঞ্ছারামপুরের বিভিন্ন সূত্র থেকে তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তারকৃত ১৩ জনকেই সোমবার সকালে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন নিশ্চিৎ করেছেন।