বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে নবনির্বাচিতদের প্রতি কচির অভিনন্দন

সান নারায়ণগঞ্জ

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি পদে একেএম মহসীন ও সাধারণ সম্পাদক পদে বাবুল তালুকদার নির্বাচিত হয়েছেন। ৮ ফেব্রুয়ারী শনিবার রাজধানীর পল্টনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এছাড়া ১৫ সদস্যের কমিটিতে সহ-সভাপতি পদে মশিউর রহমান সুমন ও মোহাম্মদ জাহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক পদে দেলোয়ার হোসেন বাদল ও জাহিদুল ইসলাম সজল এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. সালেকুজ্জামান চৌধুরী রাজীব নির্বাচিত হন।
অর্থ সম্পাদক পদে নাসিম সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. সৌরভ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক পদে এম খোকন সিকদার, দপ্তর সম্পাদক পদে ফরিদ উদ্দিন সিদ্দিকী নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্যের চার পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে- শফিকুল আলম, মাহবুব হোসেন খান, মো. আমিনুল ইসলাম এবং কাজল হাজরা।

অ্যাসোসিয়েশনে মোট ভোটার ১৭২। এরমধ্যে ভোট পড়েছে ১৬৩টি। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ। নির্বাচন কমিশনার ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম।

এদিক এক বিবৃতিতে নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি ও সিনিয়র ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচি বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।