নারায়ণগঞ্জ আইন কলেজের অবকাঠামোগত উন্নয়নে ডিসির আশ্বাস

ডেস্ক রিপোর্ট

নারায়ণগঞ্জ মহানগরীর মিশনপাড়া এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ আইন কলেজটি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। ১২ ফেব্রুয়ারী বুধবার বিকেলে কলেজটি পরিদর্শন করেন তিনি। এসময় দেশের প্রাচীনতম আইন কলেজটির ভঙ্গুর পরিস্থিতি দেখে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে তিনি কলেজ উন্নয়নের আশ্বাস দেন।

তার আগে দুপুরে অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীরা কলেজের পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। শিক্ষক ও শিক্ষার্থীরা কলেজের দুরাবস্থার কথা উল্লেখ করে কলেজ উন্নয়নে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন। এসময় শিক্ষার্থীরা জেলা প্রশাসককে কলেজ পরিদর্শনের জন্য অনুরোধ জানান। পরিদর্শনে এসে জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে কলেজে লাইব্রেরি নির্মাণ, ডিপ টিউবওয়েল স্থাপন ও শৌচাগার নির্মাণের ঘোষণা দেন।

এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বী, সহকারী কমিশনার তামশিদ ইরাম, কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান ভূঁইয়া, প্রভাষক (উপাধ্যক্ষ) অ্যাডভোকেট মো. সালাহ্ উদ্দীন ভূঁইয়া সবুজ, প্রভাষক অ্যাডভোকেট আবু রায়হান, প্রভাষক অ্যাডভোকেট মো. রাসেল প্রধান, কলেজের শিক্ষার্থী ফারহানা মানিক মুনাসহ প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী ও কলেজের শিক্ষার্থীরা।