জাতীয়পার্টির ইউপি চেয়ারম্যানসহ ডেভিল হান্ট অভিযানে ২৯ জন গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট

নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের একাধিকবারের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে নির্বাচিত চেয়ারম্যান দেলোয়ার প্রধানকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। একই সঙ্গে গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ জেলা জুড়ে অপারেশন ডেভিল হান্ট অভিযানে ১১ জন ও পুলিশি অভিযানে আওয়ামীলীগের নেতাকর্মীসহ ১৮জনকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বমোট ২৯জনকে গ্রেপ্তার করে কোর্টে পাঠানো হয়েছে নারায়ণগঞ্জে।

এদিকে ১৬ ফেব্রুয়ারী রবিবার রাতে বন্দর ঘাট সংলগ্ন এলাকা থেকে চেয়ারম্যান দেলোয়ার প্রধানকে গ্রেপ্তার করা হয় বলে জানান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম।

এর আগে রবিবার দিনগত রাতে বিভিন্ন থানার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে কারো কারো বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার মামলা রেয়েছে। এছাড়া বিভিন্ন মামলার ওয়ারেন্ট আছে তাদের বিরুদ্ধে।

গ্রেপ্তারকৃতরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে করা একাধিক মামলার অভিযুক্ত আসামী ১১ জন। এছাড়াও বিভিন্ন মামলার ওয়ারেন্ট সহ মামলার অভিযুক্ত আসামী ১৮ জনসহ মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হয়।

অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তারকৃতরা হচ্ছে, বৈষম্য মামলায় গ্রেপ্তার সদর থানার ১৮ নং ওয়ার্ড যুবলীগের নেতা শাকিল হোসেন (৩৭), ফতুল্লা থানার ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাজ্জাক (৪৫), ছাত্রলীগের সক্রিয় সদস্য মোহাম্মদ আলী (৩৬), সিদ্ধিরগঞ্জ থানায় বন্দর থানা জাতীয় পার্টির সহ সভাপতি মোহাম্মদ আলী (৩৬), নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য রাব্বী (২৩), বন্দর থানায় ২৩ নং শ্রমিক লীগের সভাপতি লিটন মিয়া (৪৮), রূপগঞ্জ থানায় দাউদপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি বাচ্চু মিয়া (৫০), আড়াইহাজার থানায় রুবেল মিয়া (৩১), বাবুল (৬০), সোনারগাও থানায় আওয়ামীলীগের কর্মী মজিবর রহমান (৬০)।

এছাড়াও পুলিশ বিভিন্ন মামলার ওয়ারেন্ট সহ মামলার অভিযুক্ত ১৮ জন সহ ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জেলা পুলিশ জানায়।