ডেস্ক রিপোর্ট
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা বলেছেন, আমাদের সমাজে কিছু শত্রু আছে, যেগুলি আমরা দেখতে পাইনা, আর কিছু শত্রু আছে যেগুলি আমরা চোখে দেখতে পাই। যেগুলি চোখে দেখা যায়, সে শত্রুদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে পারি, কিন্তু মাদক সেই শত্রু যেটি আমরা দেখতে পাই না, এবং মাদকের বিরুদ্ধে আমাদের সব সময় সচেতন থাকতে হবে। তরুণ সমাজকে মাদক থেকে বাঁচাতে হবে।
তিনি আরও বলেন, মাদকের হাত থেকে আমাদের ছেলে-মেয়েদের বাঁচাতে হলে তাদের খেলার মাঠে রাখতে হবে। যখন তারা খেলার মাঠে থাকবে, তখন তারা মাদকমুক্ত থাকতে পারবে।
তিনি এলাকার মুরুব্বীদের উদ্দেশ্যে বলেন, “এলাকার অনেক মাঠের অভাব রয়েছে, তাই আমাদের খেলার মাঠ তৈরি করার জন্য একসাথে আন্দোলন গড়ে তুলতে হবে। আগে যেখানে মাঠ ছিল, এখন সেগুলি নেই, সুতরাং খেলার মাঠের জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।
১৫ ফেব্রুয়ারী শনিবার বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত জিইএনজে প্রীতি ডিগবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
এ সময় বিশিষ্ট সমাজ সেবক জামান খা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জামান মেম্বার, ৩নং ওয়ার্ড মেম্বার হাবিবুর রহমান হাবিব, বন্দর থানা অটো ও সিএনজি শ্রমিক কমিটির সভাপতি পাপ্পু আহমেদ, সাধারণ সম্পাদক হুমায়ন কবির, শান্তিনগর নৌযান শ্রমিক কমিটির উপদেষ্টা মাকসুদুল রহমান, বিশিষ্ট ব্যবসায়ী নুর হোসেন, জাকির, শাহাদাৎ।
ফাইনাল খেলা শেষে বিজয়ী কল্যান্দি নয়ানগর টিমের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।