সান নারায়ণগঞ্জ
বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে নারায়ণগঞ্জের বিএনপিন্থী আইনজীবীদের একটি দল সৌজন্য সাক্ষাত করেছেন। ১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সুপ্রীম কোর্টে ব্যারিস্টার কায়সার কামালের ব্যক্তিগত চেম্বারে সৌজন্য সাক্ষাত করেন বিএনপিপন্থী আইনজীবীরা।
এ সময় সম্প্রতি নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটি বিলুপ্ত ঘোষণা করা ও আইনজীবী ফোরামের নতুন কমিটি গঠনের প্রক্রিয়ার বিষয়ে আলোচনা করা হয়। নারায়ণগঞ্জের আইনজীবী ফোরামের বিগত কমিটির নেতাদের বিষয়ে তুলে ধরলে কায়সার কামাল সাফ বলেন, আমি সব বিষয়ে এবং সবার বিষয়ে অবগত আছি। অচিরেই আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটি গঠন করবো।
এ সময় নারায়ণগঞ্জের বিএনপিপন্থী আইনজীবীরা নারায়ণগঞ্জের বিভিন্ন বিষয় তুলে ধরেন। কায়সার কামাল সকলকে দলের পক্ষে এবং বিএনপির সুনাম অক্ষুন্ন রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার তাগিদ দেন। সৌজন্য সাক্ষাতে যাওয়া আইনজীবীরা এই তথ্য জানিয়েছেন।
নারায়ণগঞ্জের বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান মোল্লা, নারায়ণগঞ্জ সদর থানা জাসাসের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এসএম গালিব, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কামাল হোসেন মোল্লা, অ্যাডভোকেট মেহেবুব আরিফিন শিমু, অ্যাডভোকেট শহীদ সারোয়ার, অ্যাডভোকেট আলী হোসাইন, অ্যাডভোকেট মামুন মাহামুদ মিয়া, অ্যাডভোকেট মোহসীন শেখ, অ্যাডভোকেট আলী আজ্জম, অ্যাডভোকেট আবদুল মোমেন, অ্যাডভোকেট মমিনুল হক, অ্যাডভোকেট আফজাল হোসেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম প্রমূখ।
অন্যদিকে জানাগেছে, গত ১২ ফেব্রুয়ারী নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ফোরামের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. জিয়াউর রহমানের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়। কমিটি বিলুপ্ত ঘোষণা করেন ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও মহাসচিব সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।
এর আগে ২০২০ সালের ৯ ডিসেম্বর নারায়ণগঞ্জের আদালতপাড়ায় জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটি গঠনের লক্ষ্যে শীর্ষ ৫টি পদে নির্বাচন হয়। নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আজিজুল হক হান্টু, সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন ভোটে নির্বাচিত হোন।
ভোটে সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা করে পরাজিত হোন প্রয়াত অ্যাডভোকেট আব্দুল হামিদ খান ভাসানী ভুঁইয়া, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আজিজ আল মামুন, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট সীমা সিদ্দিকী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আনিসুর রহমান মোল্লা ও সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট আলী হোসাইন।
এরপর ২০২২ সালের ২৪ নভেম্বর নির্বাচিত এই পাঁচজনকে রেখেই বিএনপির আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। সংগঠনের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি এজে মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল ১২৫ সদস্যের এই কমিটির অনুমোদন দেন। পূর্নাঙ্গ কমিটিতে উপদেষ্টা ৩৫ জনকে রাখা হয়। ১২৫ জনের কমিটিতে সভাপতি ১ জন, সহ সভাপতি ১৯ জন, যুগ্ম সম্পাদক ১৩ জন, সহ সাধারণ সম্পাদক ৭ জন, সাংগঠনিক সম্পাদক ১ জন, সহ সাংগঠনিক সম্পাদক ১১ জন, বিভিন্ন সম্পাদকীয় পদে ৩৮ জন ও কার্যকরী সদস্য পদে ৩৫ জনকে রাখা হয়।