মাদক ব্যবসায়ীরা যত বড় প্রভাবশালী হোক, ছাড় দেয়া হবেনা: মন্ত্রী গাজী

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, ‘বর্তমান সরকার মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদক ব্যবসায়ীরা যত বড় প্রভাবশালী হোক না কেন, কাউকে ছাঁড় দেয়া হবেনা।’

১৭ মে শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকায় নবকিশলয় হাই স্কুল এন্ড কলেজ মাঠে চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

বিদ্যালয়টির বিষয়ে মন্ত্রী বলেন, ‘নবকিশলয় হাই স্কুল এন্ড কলেজসহ রূপগঞ্জের প্রত্যেকটা স্কুল, কলেজ, মাদ্রাসায় নতুন নতুন ভবন নির্মাণ হয়েছে। স্থাপিত হয়েছে কম্পিউটার ল্যাব। তাছাড়া শিক্ষার উন্নয়নসহ সব ক্ষেত্রেই ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। অতীতে কোন সরকারের আমলে এতো উন্নয়ন হয়নি।’

তিনি বলেন, ‘রূপগঞ্জের সকল ক্ষেত্রে উন্নয়ন অব্যাহত থাকবে। এ উপজেলার অসমাপ্ত উন্নয়ন কাজ গুলো শীঘ্রই বাস্তবায়ন করা হবে।’

মাদক নির্মূলের বিষয়ে মন্ত্রী বলেন, ‘মাদক ব্যবসায়ীরা যেই দলেরই হোক না কেনো কোন ছাড় দেয়া হবে না। কারণ মাদক ব্যবসায়ীরা এই সমাজের শত্রু। তারা ভালো মানুষের আড়ালে থেকে এই সমাজটাকে নষ্ট করছে।’

চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ জাহেদ আলী, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য বিউটি আক্তার কুট্টি, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য বজলুর রহমান, নবকিশলয় হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নজিবর রহমান, আওয়ামীলীগ নেতা মতিউর রহমান আকন্দ ও মোহাম্মদ আজমত আলী, উপজেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদক সেলিনা আক্তার রিতা, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম সিকদার, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আবিদ হাসান চানমিয়া প্রমূখ।